কোন পথে অশনি? (ছবি সৌজন্য - উইন্ডি)
মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার থেকে ওড়িশার (Odisha) দিকে ঘুরবে ঘূর্ণিঝড় (Cyclone) ‘অশনি’র (Asani) গতিপথ। সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবে উপকূলের খুব কাছেও।
মৌসম ভবনের সোমবার সন্ধ্যের বুলেটিন অনুযায়ী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম (Visakhapatnam) উপকূলের ৪১০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওড়িশা থেকে ৫৯০ কিমি দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড় ‘অশনি’ (Asani cyclone)। তবে মঙ্গলবার দিক পরিবর্তন করে অন্ধ্র থেকে ওড়িশার দিকে বাঁক নিতে পারে অশনি।
মঙ্গলবার সারা দিন সাধারণ ঘূর্ণিঝড় হয়েই থাকবে ‘অশনি’। বুধবার রাতে সেটি পরিণত হবে গভীর নিম্নচাপে। তবে ঘূর্ণিঝড় মঙ্গলবার আদৌ স্থলভাগে ঢুকবে কি না সে ব্যাপারে নিশ্চিত নন আবহবিদেরা। তাঁদের অনুমান অনুযায়ী, যদি শেষপর্যন্ত ‘অশনি’ পুরীর উপকূল ছুঁয়ে ফেলে তবে সাধারণ ঘূর্ণিঝড় হয়েই পুরী এবং ভুবনেশ্বরে প্রবেশ করার কথা সেটির। তা না হলে সেটি পরের দিন গভীর নিম্নচাপ হয়ে আরও উত্তর দিকে এগিয়ে আসতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
এর ফলে মঙ্গলবার বাংলার বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস। বৃষ্টির তীব্রতা আরও বাড়বে মূলত উপকূলের জেলাগুলিতেই। হাওয়া অফিস জানিয়েছে, অশনির প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার রাত থেকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।