img

Follow us on

Sunday, Jan 19, 2025

DA protest: 'ভিক্ষা ডিএ' মানছেন না, ধরনা আন্দোলন চলবে

'ভিক্ষা ডিএ' মানছেন না, ধরনা আন্দোলন চলবে

  2023-02-15 21:29:03

এবার চরম পন্থা। রাজ্য সরকারের সঙ্গে সরাসরি বিরোধে সরকারি কর্মচারিরা। 
 
এবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি সরকারি কর্মচারিদের। চিঠিতে জানিয়ে দেওয়া হল বকেয়া ডিএ না মিললে, নির্বাচনের কোন কাজে যুক্ত হবেন না সরকারি কর্মচারিরা। সরকারি কর্মচারি আন্দোলনের যৌথ মঞ্চের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হল, রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
 
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারিদের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী তাদের
 
বেসিক বেতনের ৪২ শতাংশ ডিএ হিসাবে পাওয়া উচিত 
ডিএ বা মহার্ঘভাতা পাচ্ছেন মাত্র ৩ শতাংশ 
অর্থাৎ বকেয়া মহার্ঘভাতা ৩৯%
 
ভারতের সংবিধান অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির সঙ্গে, সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি হয় না সেই কারণে মহার্ঘভাতা বা ডিএ দিতে হয়। সব রাজ্য সরকারই এই মহার্ঘভাতা দেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারিরাও এই মহার্ঘভাতা পান। কিন্তু গত ১১ বছর এই রাজ্যের সরকার মহার্ঘভাতা নিয়ে টালবাহানা করছেন। অথচ ২০১১ সালের আগে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, বকেয়া সবটুকু মহার্ঘভাতা মিটিয়ে দেবে মমতার সরকার। তখন বকেয়া মহার্ঘভাতা ছিল, ১৬ শতাংশ। আর এখন তা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ৩৯%
 
---বকেয়া মহার্ঘভাতা  
২০১১ --- ১৬%
২০২৩--- ৩৯%
 
গত এগারো বছর সরকারের কাছে দাবি দাওয়া জানিয়েছেন সরকারি কর্মচারিরা। প্রতিকী প্রতিবাদ হয়েছে সরকারি দফতরে দফতরে। ডিএ বা মহার্ঘ্যভাতা মেলেনি। বরং মমতার সরকার বারবার এই ডিএ-র দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ক্লাবে ক্লাবে পুজোর জন্য কোটি টাকা দিয়েছে সরকার। কর্মচারিদের ডিএ মেলেনি। বরং ডিএ চাইতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শুনতে হয়েছে ঘেউ-ঘেউ করবেন না।  

অথচ দেশের সব রাজ্য সরকার তাঁদের কর্মীদের মহার্ঘভাতা দিতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গ পারে না। সব ক্ষেত্রে কেন্দ্রীয় হারে না হলেও কাছাকাছি হার বজায় রাখা হয়। আর পশ্চিমবঙ্গে সরকার দফায় দফায় কোর্টে যান হাইকোর্ট, সিঙ্গিল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। লক্ষ লক্ষ টাকা খরচ করে মুকুল রোহতগী, কপিল সিব্বল, অভিষেক মনু সিংভির মত দামি আইনজীবী নিয়োগ করেন কর্মচারিদের ডিএ আটকাতে।
এরই প্রতিবাদে গত ২০ দিন শহীদমিনারে অবস্থান করছেন সরকারি কর্মচারিদের যৌথ মঞ্চ। ৩৫টি কর্মচারি সংগঠন একযোগে আন্দোলনে। রাস্তায় বসে। জেলায় জেলায় হয়েছে প্রতিকী পেন ডাউন। চলছে অনশন টানা ৫ দিন। না রাজ্যের সরকারের কানে আওয়াজ পৌছায়নি। কোন প্রতিনিধি আসেননি আলোচনায়। যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে 
 
৪৮ ঘণ্টার মধ্যে সরকার ব্যবস্থা না নিলে। রাজ্যের সরকারি কর্মচারিরা লাগাতার কর্ম বিরতিতে যাবেন।
 
সামনে পঞ্চায়েত নির্বাচন, সেখানেও সরকারি কর্মচারিদের প্রয়োজন। যৌথ মঞ্চ জানিয়েছেন দুটি দাবি
 
---সরকারি কর্মচারি যৌথ মঞ্চের দাবি
বকেয়া ডিএ না পেলে 
রাজ্যের বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগ না হলে 
সরকারি কর্মচারিরা নির্বাচনের কাজে অংশগ্রহণ করবেন না
 
সামনেই পঞ্চায়েত নির্বাচন। সরকারি কর্মচারের বিভিন্ন দফতরের কর্মচারি, শিক্ষক-অশিক্ষক কর্মচারি, পঞ্চায়েত পুরসভার কর্মীবাহিনী যদি হাত গুটিয়ে নেয় তাহলে নির্বাচন করতে বিপাকে পড়বে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন করাই যাবে না সরকারি কর্মচারি ছাড়া। কারণ যৌথ মঞ্চের পতাকার নীচে ৩৫টি কর্মচারি সংগঠনের প্রায় ৭ লক্ষ সরকারি কর্চারিরা আছেন।
এই বিশাল সংখ্যক কর্মচারি অংশ না নিলে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করানো কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের দফতরের পক্ষে যথেষ্ট সমস্যার হতে পারে। এমনটাই মত কমিশনের এক কর্তার।
 
ফলে বল এখন সরকারের কোর্টে। হাতে ৪৮ ঘণ্টা সময়। কি করবে রাজ্য সরকার? কি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ফের মামলা করবেন নিজের কর্মচারিদের বিরুদ্ধে। বদলি করবেন যৌথ মঞ্চের নেতাদের?
 
বিহারের উদাহরণ বলছে, নির্বাচন কমিশনের নির্দেশে ডিএ মেটাতে বাধ্য হয়েছিল বিহার সরকার। আর রাজ্যে কর্মচারিদের বিশ দিনের আন্দোলনে জেরে রাজ্য বাজেটে তিন শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য। এবং সেই ডিএ দেওয়া হবে বর্তমান আর্থিক বছর থেকে।

অর্থাৎ বকেয়া ৩৬% ডিএ এখনও বাকি কর্মচারিদের। এপ্রিলের থেকে প্রতিমাসে রাজ্যের কর্মচারিরা ৩৬% বেতন কম পাবেন।
সরকারের উপেক্ষা চলছেই।  

Tags:

Madhyom

protest

bangla news

Bengali news

bangla latest news

protest in kolkata

DA Protest

da protest news

da protest issue

da protest news today

da protest today news

da protest news update

govt employee protest

da protest live

govt employee protest rally

employee protest

da protest news live

bengal govt employee protest rally

west bengal govt employee protest rally

da protest news west bengal

da issue latest news

charity

da is not a charity

da charity

charity steal da

charity da

da not charity

not charity da demand

against charity da

dharna

government employee protest

dharna continues

west bengal government employees protest

government employees protest in kolkata

employees dharna

protest dharna

employees protest call


আরও খবর


ছবিতে খবর