সরকারের নির্দেশিকা বেআইনি, জানালো যৌথ মঞ্চ
কবে মিলবে হকের ডিএ? রাজ্য জুড়ে দু'দিনের কর্ম-বিরতিতে রাজ্য সরকারি কর্মচারীরা।
সরকারি কর্মচারিদের যৌথ মঞ্চের ডাকে দু'দিনের কর্ম-বিরতি ভাঙতে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে দমনমূলক নীতি নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকায় হুমকি দেওয়া হয়েছে যারা কর্ম বিরতি পালন করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। কাটা হবে বেতন। চাকরি জীবনে ছেদ পড়বে। কর্ম বিরতি ভাঙতে হুলিয়া জারি করে কলকাতা কর্পোরেশন সহ মধ্য শিক্ষাপর্ষদ
তবে আজকের ছবিটা উলটো। সরকারি নির্দেশিকা অমান্য করেই জেলায় জেলায় চলছে সরকারি কর্মচারি পুরকর্মী শিক্ষকদের কর্মবিরতি। নবান্ন, মহাকরণ, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং খাদ্য ভবন সহ প্রতিটি সরকারি দফতরেই বিক্ষোভ অবস্থান চলছে। কর্ম-বিরতির প্রভাব সর্বত্র। কর্মীসংখ্যা অন্যান্যদিনের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কম। আন্দোলনরত কর্মীদের দাবি সরকারের জারি করা নির্দেশিকা বেআইনি। এই নোটিস তাঁরা মানছেন না। পালটা চিঠি দেওয়া হয়েছে আন্দোলনকারী যৌথ মঞ্চের পক্ষ থেকে। রাজ্যের অর্থসচিবকে লেখা সেই চিঠিতে দিয়ে দাবি করা হয়েছে, সরকারের নির্দেশিকা বেআইনি এবং অসদ উদ্দেশ্যপ্রণোদিত।
তবে যৌথ মঞ্চের ডাকে দু'দিনের কর্ম-বিরতি ভাঙতে সক্রিয় তৃণমূলপন্থী কর্মচারি ফেডারেশন। তাঁদের দাবি ৩৯ শতাংশ নয় ৩ শতাংশ ডিএ-তেই তারা খুশি।
তবে মধ্য শিক্ষা পর্ষদের সরকারি নোটিফিকেশন ঘিরে ফের বিতর্ক দানা বেঁধেছে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া নির্দেশিকায় তিন তিনটি ক্ষেত্রে বানান ভুল পাওয়া গেছে। কর্মচারিদের কটাক্ষ, বেআইনি অযোগ্য চাকরি প্রার্থীরা কি মন্ত্রী এবং পর্ষদ সভাপতির দফতরেও ঢুকে পড়েছেন?
আগামীকাল কর্মবিরতির দ্বিতীয় দিনে সরকারি কাজ কর্মে আরও প্রভাব পড়বে বলে দাবি যৌথ মঞ্চের। ভয় ভেঙে যোগ দেবেন আরও কর্মচারি
Tags:
West Bengal government
Madhyom
protest
bangla news
Bengali news
Dearness Allowance
west bengal protest
DA latest news
DA Protest
da protest news
da protest issue
west bengal govt employee protest rally
da protest news west bengal
da protest rally
dearness allowance protest
da protest continue
da west bengal update
pen down da protest
govt da guidelines
da guidelines of govt
guidelines are illegal
illegal guideline
govt's illegal guideline
west bengal govt's illegal guideline
govt's illegal guideline on da protest
joint forum
joint forum of employees' union