অঙ্কিতার জরিমানার টাকা পাবেন ববিতা জানালো কলকাতা হাইকোর্ট
আরও এক ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। আরও একবার বেআব্রু রাজ্য সরকার ও শিক্ষা দফতর। শিক্ষক নিয়োগে বেনিয়ম হয়েছে, হয়েছে ক্ষমতার অপব্যবহার আগের রায়েই জানিয়েছিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। আজ আরেক ঐতিহাসিক রায়ের সাক্ষী থাকলেন রাজ্যের বিচারপ্রার্থীরা। যারা পরীক্ষা সফল হয়েও শিক্ষকতার চাকরি পাননি আজও তাঁদের কাছেও আশার আলো। আজ যে মেয়েকে বঞ্চিত করে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারি চাকরি পেয়েছিলেন, প্রতিবাদে মামলাও করেছিলেন, সেই ববিতা সরকারকে শিক্ষকতার চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। বেতন বাবদ টাকাও ফেরাতে বলেছিল আদালত। এবার ঐ টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ আদালতের। ইন্টারভিউ না দিয়েই চাকরি পেয়েছিলেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারক অভিজিত গঙ্গোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন, বেতন বাবদ টাকা পর পর দু মাসে দু কিস্তিতে মেটাতে হবে। প্রথম কিস্তির টাকা জমা পড়লেও দ্বিতীয় কিস্তির টাকা জমা পড়ার কথা ৭জুলাই। বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ৩০ জুনের মধ্যে শিক্ষকতার চাকরিতে নিয়োগ দিতে হবে আসল চাকরি প্রার্থী ববিতা সরকারকে। "চাকরি নয়, সিনিয়রিটিও পাবেন বঞ্চিতরা": হাইকোর্ট