শাসকের 'ঘর চুরি', ভাঙা ঘরে হা পিত্যেশ রামপুরহাটে
মাটির বাড়ি। খড়ের চাল। সর্বাঙ্গ জুড়ে তার দারিদ্রের চিহ্ন। একটু বৃষ্টি হলেই জলে ভেসে যায় ঘর। লজ্জা নিবারণের জন্য কোথাও কোথাও প্লাস্টিকের আড়াল। যে ছবিটি দেখছেন, এটি বীরভূমের রামপুরহাটের। সেখানকার ১ নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীবাটি গ্রাম। নামেই লক্ষ্মীবাটি। কিন্তু ঘরদোরের হাল দেখলেই বোঝা যায়, কতটা অসহায় এঁরা। আসলে এধরনের মানুষজনের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু প্রকৃত দাবিদার হয়েও এই গ্রামের কারুর ভাগ্যে সেই শিকে ছেঁড়েনি। যেমন গোবিন্দ বাদ্যকর। ইনি দু চোখে দেখতে পান না। স্ত্রী কন্যা নিয়ে কোনও মতে চলে সংসার। ঘরের লোকের চোখ দিয়েই তিনি দেখেন তাঁর সাধের ঘরের মাথার চাল ভেঙে পড়ছে। কিন্তু অসহায় তিনি। কে শুনবে তাঁর কথা! এই রাজ্যে তো ক্ষমতা যার, অধিকার তার। শাসক দলের ঘনিষ্ঠ হলেই এখানে চারতলা বাড়ি থাকা সত্ত্বেও নাম উঠে যায় আবাস যোজনার তালিকায়। অভিযোগ ওঠে। চারদিকে ছিছিক্কারও হয়। কিন্তু পরিস্থিতির বদল হয় না। কেন্দ্রের ধাতানিতে মাঝে মাঝে কড়া নির্দেশ পাঠায় রাজ্য। কিন্তু দুর্নীতি যখন ছড়িয়ে পড়ে রন্ধ্রে রন্ধ্রে, তখন তা সামাল দেওয়াই মুশকিল হয়। আর তার ফল ভোগেন কৃষ্ণ দাস, পরেশ মণ্ডল, হরিপদ লেট, বন্দনা বাদ্যকররা। তাঁরা গ্রামবাসীর তরফে বিডিওয় চিঠিও দেন। কিন্তু ভাগ্যে শিকে ছেঁড়ে না।
প্রতিকার চাইতেই এঁরা সকলে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের। চিঠি লিখেছেন বিডিওকে। কোন অজানা কারণে তাঁদের গ্রাম এই পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন, তা জানতে চেয়েছেন তাঁরা। প্রতিবাদে সোচ্চার হয়েছেন এলাকার যুবকরাও।চিঠি যে পেয়েছেন তা স্বীকার করেছেন রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও। তবে প্রধানের কথার সূত্র ধরে তিনি জানিয়েছেন, ২০১৮ সালে তৈরি হয় এই তালিকা। সেখানে নাকি টেকনিক্যাল ফল্ট ছিল। সেটা কী ধরনের ফল্ট তা বোঝা যায়নি। তবে এই পর্বে যে লক্ষ্মীবাটি গ্রামের বাসিন্দাদের ভাগ্য ফিরছে না, তা অনেকটাই পরিষ্কার।
আসলে বাংলার বহু গ্রামেই গোবিন্দ বাদ্যকরের মতো এমন হতভাগ্য মানুষ পড়ে আছেন। তাঁরা শুনেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা। তাই ঘরের মানুষদের চোখ দিয়েই স্বপ্ন দেখেন গোবিন্দ বাদ্যকর। চক্ষুহারা হয়েও প্রধানমন্ত্রী মোদির কথা শুনে তিনি যেন দেখতে পান, তাঁর পাকা বাড়ি হচ্ছে। সেখানে হাসিমুখে সংসার করছে তাঁর আপন জনেরা। এই মাটির বাড়ির খড়ের চাল চুঁইয়ে আর জল পড়ছে না। সেখানে শুধুই আনন্দ। একটু নিশ্চিন্ত আরাম। দেশজুড়ে যে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বহু পরিবারে। শুধু বাংলায় কাঁদছে কিছু পরিবার। তার বদল চাইছে লক্ষ্মীবাটি গ্রাম।
Tags:
Birbhum
Dubrajpur
Pradhan Mantri Awas Yojana
PM Awas Yojana
pradhan mantri awas yojana 2022
pradhanmantri aawas yojana
Bangla Awas Yojana
awas yojana scam
pradhan mantri awas yojana new list 2022
pradan mantri awas yojana list 2023
ayas gp
laxmibati village
PMAYG
awas plus list 2023
awas yojana portal
awas yojna scam
tmc awas yojana scam
@bjp4bengal