রাজভবনে দরবার তৃণমূলের প্রতিনিধি দলের
তৃণমূলের নিশানায় বিরোধী দলনেতা। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হারের পর থেকেই শাসকের রোষানলে শুভেন্দু অধিকারী। এবার সেই ক্ষোভ পৌঁছল রাজভবনে। সারদা কাণ্ডে একটি চিঠি সামনে এনে তৃণমূল দাবি করেছে, সেটি সারদা কর্তা সুদীপ্ত সেনের। সেখানে নাকি শুভেন্দুর সঙ্গে তাঁর যোগাযোগের কথা লেখা আছে। এব্যাপারে শুভেন্দু আগেই জানিয়েছিলেন যে, আলিপুর জেলে বসে কার নির্দেশে এই চিঠি লেখা হয়েছে, সেই তথ্য তাঁর কাছে আছে। কিন্তু নতুন করে আর এক চিঠিকে হাতিয়ার করে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের দাবি, বিরোধী নেতাকে গ্রেফতার করতে হবে।
বিরোধী দলনেতাকে নিশানা করতেই তৃণমূলের এই খেল, পাল্টা সমালোচনায় বিজেপি। নন্দীগ্রামের বিধায়ককে টার্গেট করতে এদিন ফিরোজা বিবিকেও রাজভবনে নিয়ে যায় তৃণমূল। তাদের দাবি, সবকিছু শুনেছেন রাজ্যপাল। যদিও তাঁদের এই বৈঠকের পরই একটা ট্যুইট করেছেন ধনখড়। যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে শাসকের গতিবিধিকে।
বিরোধী দলনেতাকে নিশানা কেন তৃণমূলের?
TMC, Trinamul Congress, BJP, governer house, Dhankhar, Suvendu Adhikari, Sukanta, bangla news live, bangla news, bengali news, bengali news today, bengali news channel, bengali news live, madhyom,