img

Follow us on

Thursday, Sep 19, 2024

Dilip Ghosh: 'মুকুল বিজেপিতে', স্পিকারের সিদ্ধান্তের সমালোচনায় দিলীপ

মুকুল বিজেপিতে, স্পিকারের সিদ্ধান্তের সমালোচনায় দিলীপ

  2022-06-09 19:29:52

 

বিজেপির টিকিটে জিতে বিধায়ক। তারপর দলত্যাগ। গতবছর ১১ জুন যোগ তৃণমূলে । আমজনতার কাছে বিষয়টি দিনের আলোর মতোই পরিষ্কার। কিন্তু প্রায় এক বছর ঘুরতে চললেও মুকুল রায়ের দলত্যাগ মানতে নারাজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের এহেন ফরমানে বিষ্ময় প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তাঁর মতে, এভাবে নিজের পদের মর্যাদা নষ্ট করছেন স্পিকার। গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা যদি নষ্ট হয়, তাহলে তার জন্য এমন রাজনীতিবিদরাই দায়ী থাকবেন বলে আক্রমণ দিলীপ ঘোষের। তৃণমূলে যোগ দেওয়া সত্বেও মুকুল রায় কীভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান থাকেন, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিষয়টি একমাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিধানসভাকে নির্দেশ দেয় হাইকোর্ট। বুধবারই এব্যাপারে তাঁর সিদ্ধান্ত জানান স্পিকার। তিনি বলেন, মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে যথাযথ সাক্ষ্য প্রমাণ জমা দিতে পারেনি পিটিশনার। তাই তিনি আগের সিদ্ধান্তেই অচল থাকছেন।  




 

Tags:

bjp

Calcutta HC

Calcutta High court

tmc

Dilip Ghosh

WB Assembly Speaker

Biman Bandyopadhyay

Mukul Roy

PAC Chairman


আরও খবর


ছবিতে খবর