img

Follow us on

Monday, Jan 20, 2025

Dilip Slams Mamata: "পরের মন্ত্রিসভা জেলে বসেই..." কটাক্ষ দিলীপ ঘোষের

"পরের মন্ত্রিসভা জেলে বসেই..." কটাক্ষ দিলীপ ঘোষের

  2022-08-12 20:44:51

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরের মন্ত্রীসভা জেলে বসেই ঠিক করতে হবে। রাজ্যে ফিরে কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 
 
বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কার্যত দিশেহারা তৃণমূল রাজ্য নেতৃত্ব। সাংবাদিক বৈঠকেও নিজেদের স্ট্যান্ড নিয়ে নিজেরাই দ্বিধা দ্বন্দ্বে ভুগেছেন। দলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর দায়িত্ব বর্তেছিল। তিনিও বলতে পারেননি অনুব্রতকে জেলা সভাপতি পদ থেকে সরানো হচ্ছে। বা কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। মুখে 'জিরো টলারেন্স' বললেও কাজে শুধু সহ্য করতে হচ্ছে না গিলতেও হচ্ছে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগগুলি। যদিও তৃণমূল মুখপাত্র চন্দ্রিমা জানিয়েছেন, আজ রাজ্য জুড়ে ইডি সিবিআই-এর বিরুদ্ধে আন্দোলন করবে রাজ্য জুড়ে।
                                                                                                                                                                                                                                                                                                                                তৃণমুলের ভূমিকার সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, লোক দেখানো আন্দোলনে কিছু হবে না। সাধারণ মানুষ কি বোকা নাকি? তারা সবকিছু জানেন। এসএসসি দুর্নীতি কান্ড, গরু পাচার বা কয়লা পাচারে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তা সবাই জানে। তাই সাধারণ মানুষের আইনের উপর আস্থা ফেরার জন্য এটা হওয়া জরুরি ছিল।                                                          

দিলীপ ঘোষ বলেন অনুব্রত মন্ডলের বীরভূমে বিরোধীদের বিরুদ্ধে ৭০০-র বেশি মিথ্যা মামলা আর গাঁজা কেস দেওয়া হয়েছে। অনেকেই ঘরছাড়া। অনেকে চাকরি পেতে টাকা জুগিয়ে সর্বস্বান্ত। তাঁদের চোখের জলের দাম দিতে হবে তৃণমূলকে

আজই দিল্লি থেকে কলকাতা ফিরলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি। তিনি বলেন অনুব্রত গ্রেফতারের পর বীরভূমের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। চোর স্লোগান আর জুতো দেখানর উৎসাহ দেখলেই বোঝা যাচ্ছে।

 

Tags:

Mamata Banerjee

Dilip Ghosh

dilip ghosh on mamata banerjee

dilip ghosh on mamata

dilip ghosh vs mamata banerjee

dilip ghosh against mamata banerjee

dilip ghosh vs mamata

dilip ghosh on tmc

dilip ghosh bjp

dilip ghosh bermuda jibe at mamata banerjee

dilip ghosh on mamata banerjee's tmc

dilip ghosh reaction on mamata banerjee

dilip ghosh latest news

west bengal bjp chief dilip ghosh

dilip ghosh news

mamata banerjee vs dilip ghosh

bjp dilip ghosh


আরও খবর


ছবিতে খবর