WhatsApp_Image_2022-05-28_at_737.03_PM
---------------------------------------------
কোথাও পানীয় জল মিলছে না। কোথাও বা মধ্যরাতে আসছে জল। অন্য দিকে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় পানীয় জলে মিশছে নোংরা। আসানসোল পুরনিগমের বেশির ভাগ অঞ্চলের ছবিটা অনেকটা এই রকম।
লোকসভা নির্বাচনের আগে আসানসোলে ব্যাপক ভাবে ঘুরেছে কলকাতা-ব্যারাকপুর-বর্ধমানের জলের ট্যাঙ্কার। সাময়িক জল সরবরাহের জন্য। ভোট মিটে গেছে। এখন জলের ট্যাঙ্কার ফিরে গেছে নিজের এলাকায়। তীব্র গরমে জল সংকট আরও বাড়ছে।
শুক্রবার পানীয় জলের দাবিতে আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখাল বিজেপির। ধর্না অবস্থান-বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা পুরনিগম চত্বরে। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি ধস্তাধস্তি বিজেপি কর্মীদের।
পুরনিগমের গেটের সামনে বিক্ষোভে বসে পড়েন বিজেপি কর্মীরা। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল স্মারকলিপি জমা দিতে গেলে জানা যায়, তখনও দফতরে নেই মেয়র, ডেপুটি মেয়র ,চেয়ারম্যান। ফলে উত্তেজনা বাড়ে। বেশ কয়েক ঘন্টা পরে ডেপুটি মেয়র ওয়াসিমুল এলে তার কাছেই ডেপুটেশন দেন বিজেপি নেত্রী। পরে মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে যাওয়ার সময় ফের বাধা দেয় পুলিশ।
অগ্নিমিত্রা পাল বলেন, এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে
যদিও মেয়রের দাবি কোথাও পানীয় জলের কোন অভাব নেই।
আসানসোলবাসীর প্রশ্ন,জল সংকট না থাকলে, ভোটের আগে কলকাতা-ব্যারাকপুর-বর্ধমান পুরসভার জলের ট্যাঙ্কার আসানসোলের পাড়ার মোড়ে মোড়ে দেখা যেত কেন? ভোটের আগে হলে ভোটের পরে নয় কেন? ভরা গরমে, দিনে খটখটে শুকনো কেন পানীয় জলের কল?