img

Follow us on

Friday, Nov 22, 2024

Durga Puja 2022: সতীদাহ রুখতেই ঘোষাল বাড়ির দুর্গাপুজো

সতীদাহ রুখতেই ঘোষাল বাড়ির দুর্গাপুজো

  2022-09-23 18:49:43

সতীদাহ রুখতেই কি শুরু আরামবাগের ঘোষাল বাড়ির দুর্গাপুজো?
 
এ নিয়ে নানা গল্প কথা চালু পরিবারে। গত ৬০০বছর ধরে। হাটবসন্তপুর গ্রামে ঘোষাল পরিবার। পারিবারিক পুজোকে ঘিরেই কাহিনী বিস্তার।

আসল নামটি হারিয়ে গেছে সেই বৌটির। যার জন্য এই পুজোর শুরু। গোঁসাইয়ের সঙ্গিনী বা স্ত্রী বলে গোঁসাইমণি। তৎকালীন জমিদার বংশের ছেলে সাধক রামানন্দ ও তাঁর স্ত্রী নিঃসন্তান ছিলেন।

ঘোষাল পরিবারের একটি শাখা হারিয়ে যায় চিরতরে। গল্পটি পল্লবিত হতে থাকে। প্রজন্মের হাত ধরে। সময় গড়ায়, কিন্তু গল্পটা থেকে যায়। সাদা শাড়ি লাল পাড় কপালে সিঁদুর। এক শোকাতুরা নারী। নিঃসন্তান। যিনি সতী হয়ে ছিলেন।

ঘোষাল প্রজন্মের সরণী বেয়ে আরও একজন আসেন। নাম কৃষ্ণকান্ত তর্কবাগীশ। শিক্ষিত বিচক্ষণ পণ্ডিত। তিনি একদিন বলেন, তাঁর স্বপ্নের কথা। সাদা শাড়ি লাল পাড় কপালে সিঁদুর। এক শোকাতুরা নারী। যিনি তাঁকে জানিয়েছেন, সেই বামুনপুকুরের পাড়। সেই শ্মশান। তাঁর ঈশানকোণে একটি নথ আর মহিলাদের হাতের নোয়া রাখা আছে। মাটির নীচে।

আজও সপ্তমীর সকালে প্রতিমাকে পরানো হয় ঐ নথ আর নোয়া। এয়োতির চিহ্ন।

আরামবাগ মহকুমার হাটবসন্তপুরের ঘোষাল বাড়িতে দুর্গাপুজার প্রচলন। এবং সতীদাহপ্রথার অবসান। শুধু ঘোষাল বাড়িতে নয় গোটা গঞ্জে। 
তারও প্রায় দু'শো আড়াইশো বছর পর, গোটা বাংলায় ১৮২৯ সালে সতীদাহ প্রথা রদের আইন তৈরি হয়েছিল। 
সেই থেকে আজও। হাটবসন্তপুরের ঘোষাল বাড়িতে হয় দুর্গা আরাধনা।

পরের পর বন্যায় ভেঙে পড়েছে পুরানো দালান। নতুন ঘর উঠেছে। বাঁটোয়ারা হয়ে গেছে শরিকীয়ানায়। কিন্তু দুর্গা ভাগ হয়নি। আজও, পরিবারের সকল সদস্য হাজির হন পুজোর ক'দিন। 

একই রকম আনন্দে মেতে ওঠে ঘোষাল পরিবার। শারদকন্যার আবাহনে। আনন্দ ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বিদায় বেলায় ভাসে চোখের জলে। দুর্গার জন্য তো বটেই। হয়তো দু'ফোটা জল থাকে সেই গোঁসাইমনির জন্যেও। যার জন্য গোটা গ্রামে বন্ধ হয়েছিল সতীদাহপ্রথা।



 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Durga Puja

Durga puja 2022

Goddess Durga

durga pujo 2022

durga

maa durga

durga worship

worship of goddess durga

durga maa

worship goddess

durga durgotinashini

shri durga

durga puja festival

history of durga puja

maa durga powers

powers of maa durga

ramananda

Gosaimoni

krishnakanta tarkobagish

Arambag Ghoshal family

Hatbasantapur

history of sati in india

history of sati in hindi

wife of bath

chaste woman

sati ki rasam in india

the burning times

sati in india

1829

sati custom


আরও খবর


ছবিতে খবর