img

Follow us on

Friday, Nov 22, 2024

Durga Pujo 2022: যশোর থেকে ইটাহার, ৪০০ বছরের দুর্গাপুজো রায়চৌধুরী পরিবারে

যশোর থেকে ইটাহার, ৪০০ বছরের দুর্গাপুজো রায়চৌধুরী পরিবারে

  2022-09-20 20:52:25

বাংলাদেশের যশোর জেলা থেকে এসে চাকরি নিয়েছিলেন সম্রাট আকবরের দরবারে। নাম ঘনশ্যাম কুণ্ডু। পরবর্তীকালে বাংলা বিহার ওড়িশার একটা বিরাট অংশে জমিদারি অর্জন করেন। রাজ-অনুগ্রহে উপাধি পান রায়চৌধুরী। সেই সময় থেকেই চূড়ামনের জমিদার বাড়িতে পুজোর আয়োজন।  

যদিও শেরশাহের আমল থেকেই দুর্গা আরাধনা হত যশোরের কুণ্ডু বাড়িতে। সেই হিসেবে পুজোর বয়স চারশ' পেরিয়েছে।

পরবর্তী কালে ঘনশ্যাম কুন্ডুর বংশধর, কৃষ্ণ রায়চৌধুরী, ভূপাল রায়চৌধুরীদের হাত ধরে রমরমা হয় দুর্গা আরাধনার। 
 
যশোর থেকে এসে ইটাহারের চূড়ামন এলাকায় বাড়ি করেন রায়চৌধুরীরা। কিন্তু বসতভিটে মহানন্দা নদীতে ভেসে যাওয়ায় চূড়ামন থেকে দুর্গাপুরে এসে বাড়ি তৈরি করে। এরপর এখানেই মন্দির তৈরি হয়। তাও প্রায় একশ' বছর হয়ে গেল। এখন সবাই চেনেন ইটাহারের দুর্গাপুর জমিদারবাড়ীর দুর্গাপূজা বলেই।

চারশ' বছরের উত্তরাধিকার আর ঐতিহ্যকে বহন করে চলেছে বর্তমান প্রজন্ম। এখন শ্বেতপাথরের বিশাল সেন্টার টেবিল মেহগনি নক্সায় দুপুরের পড়ন্ত আলো খেলে যায়, অনায়াসে।
 
এখন পর্দা প্রথা নেই। জমিদারিও নেই। প্রজাদের নিত্য যাতায়াতও হয় না। পরিবারও শাখা-প্রশাখা ছড়িয়েছে। লেখাপড়া-কাজের কারণে দূরে দূরে চলে গেছেন আত্মীয়স্বজনরা। কিন্তু বার্ষিকী পুজা বন্ধ হয়নি। জৌলুস কমেছে। কমেছে আড়ম্বর। কিন্তু ঐতিহ্যে ঘাটতি নেই। ঘাটতি নেই আভিজাত্যেও। এখনও দুর্গাময়ী হাতে দোনলা বন্দুক তুলে ধরলে প্রাণ পায় অতীত। আর স্মৃতি মেদুরতায় চকচক করে ওঠে শীতল ইস্পাতের দোনলা। 
 
প্রতিমাতেও বৈচিত্র্য রয়েছে। নবপত্রিকা বা কলাবৌ থাকে গণেশের বদলে কার্তিকের পাশে। একচালা প্রতিমার চালচিত্রের শীর্ষে থাকে গঙ্গা মূর্তি। বলি বন্ধ অনেকদিনই। তবে মূল্যমানে আহুতি পড়ে প্রতিমার কাছে।
একসময় মহালয়াতেই বসত বোধনের ঘট সেই ঘটেই পুজো হত দশমী পর্যন্ত। এখন বোধন হয় ষষ্ঠীতেই। তবে এখনও দশমীর দিন মেলা বসে জমিদার বাড়ি ঘিরে। হাজারো কলরবে মেতে ওঠে শতাধিক বছরের পুরানো খিলান। এবারও সেই প্রস্তুতিই চলছে উত্তর দিনাজপুরের শতাব্দী প্রাচীন দুর্গাপুর জমিদার বাড়িতে। 

 

Tags:

Durga Puja

Durga puja 2022

400 years old durga puja

400 years durga puja in Itahar

400 years durga puja

400 years old durga dalan

400 years old durga mandir

400 years old

bonedi barir durga puja

400 year old durga puja

400 years

​old durgapuja puja ave 400 years

kolkata durga puja

kolkata durga puja 2021

Jassore Bangladesh

Itahar North dinajpur

Roychowdhury family durgapuja

roychowdhury 400 years durga puja


আরও খবর


ছবিতে খবর