WhatsApp_Image_2023-05-13_at_1647.42
শিক্ষা চাকরির পর এবার ডিপিএল-এর কোয়ার্টারও বেচে দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ। ডিপিএল সমবায় সমিতির সামনে, সি টাইপ ও ই টাইপ সরকারি এই কোয়ার্টার ডিপিএলের কর্মীদের ব্যবহারের জন্য। সেখানে থাকছেন বাইরের লোক। বহাল তবিয়তে বিনা পয়সায় ব্যবহার করছেন জল বিদ্যুৎ এবং দুই তিন কামরার কোয়ার্টারগুলি। এই কোয়ার্টারগুলি ব্যবহারের জন্য, বাইরের লোকেদের কাছ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন বর্তমান বাসিন্দারাও।
ঘটনা সামনে আসার পর তড়িঘড়ি ডিপিএল কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ ধরিয়েছেন বাসিন্দাদের। তাতেই সামনে এসেছে আরও বড় দুর্নীতি। বিপদ বেড়েছে তৃণমূলের। যখন বাসিন্দারা ঘর ছাড়ার জন্য আরও সময় ছেড়েছে, ডিপিএল সময় দিতে নারাজ। বেপাত্তা তৃণমূলের তিন গুণধর। লক্ষ্মণ লামা, বিশ্বজিত ওরফে বিশু ও বাবু।
এই লক্ষণ বিশু ও বাবু একসময় প্রতিনিয়ত স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সুভাষ মজুমদারের সঙ্গেই থাকত। এখন যদিও সুভাষ মজুমদার দায়িত্ব এড়াচ্ছেন।
দলের সরাসরি যোগ সামনে আসায়, বিপাকে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। জানিয়েছেন দলের কাউকে রেয়াত কড়া হবে না। তবে এ যে ফাঁকা বুলি জানেন তৃণমূলের কর্মীরা।
তবে ডিপিএলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোয়ার্টার উদ্ধার চলবে। কে কাকে টাকা দিয়েছে তাঁর দায় ডিপিএলের নয়।
বিরোধীদের অভিযোগ শুধু তৃণমূলের নেতা বা কাউন্সিলর নন, ডিপিএলের একাংশও যুক্ত কোয়ার্টার বিক্রির এই অবৈধ কারবারে। গোটা ঘটনা জানে পুলিশ। জানেন স্থানীয় থানা এসপি সকলেই। তাঁরা রয়েছেন চোখ বুজে।
দুর্গাপুরে রাজ্য সরকারের অধীনস্ত ডিপিএলের আবাসন টাকার বিনিময়ে বেআইনিভাবে বিক্রি হয়ে যাচ্ছে। অপরাধীরা সক্রিয় তৃণমূল কর্মী। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এই মাসের ১৫ই মে পশ্চিম বর্ধমানে আসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এমন কেচ্ছা কাহিনী প্রকাশ্যে আসায় ব্যাকফুটে তৃণমূল। বিরোধীরা বলছে অভিষেকও জানেন আসলে কোন চোর তোলাবাজদের নিয়ে তৃণমূলের নব জোয়ার কর্মসূচী পালন করছেন শাসক দল।
Tags:
Madhyom
tmc
bangla news
Bengali news
Durgapur
tmc leader
TMC Councilor
tmc leaders
leaders
DPL
durgapur news
durgapur dpl
durgapur dpl quarters
durgapur dpl quarters scam
dpl quarters
dpl quarters scam
leaders of tmc
tmc leaders in dpl
TMC leaders involved
involved
involved in quarters scam
quarters
quarter
dpl quarter scam
quarters scam
dpl news
dpl today
powerfactory dpl
durgapur project limited