img

Follow us on

Sunday, Nov 24, 2024

Ration Card:  সরকারি ভুলে 'দত্ত' যখন 'কুত্তা', 'ঘেউ ঘেউ' প্রতিবাদের ভাষা?

পদবী 'দত্ত'র বদলে 'কুত্তা'

  2022-11-21 18:40:49

সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেও যখন রেশন কার্ডে নামের বানান বারবার ভুল হতে থাকে, তখন প্রতিবাদের ভাষা কী হতে পারে, তা দেখল গোটা বাংলা। ২০১৫ সাল থেকে ইনি এই সমস্যায় ভুগছেন। কার্ডে একটা ঠিক করান তো আর একটা ভুল চলে আসে। এবার যখন সংশোধিত রেশন কার্ডে দেখেন দত্তের বদলে তাঁর পদবী কুত্তা হয়ে গেছে, তখন আর মাথার ঠিক রাখতে পারেননি। বাঁকুড়া ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও যখন দুয়ারে সরকার শিবিরে আসেন, তখন গাড়ির কাছে এসে এভাবেই নিজের বিরক্তি উগরে দেন বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তি কুমার দত্ত। 

শুধু শ্রীকান্তি দত্তই নন, এমন সমস্যায় ভুগছেন রাজ্যের হাজার হাজার মানুষ। এই সংশোধনের কাজ কাদের দিয়ে করানো হচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু মমতার রাজ্যে সবই সম্ভব। এরাজ্যে চাকরি এখন নেতা, মন্ত্রীদের বদান্যতায়। এর জন্য শিক্ষা লাগে না। বরং কেউ ন্যায্য দাবি করলে তাকেই কথা শুনতে হয়।  যেমন ন্যায্য ডিএ-র দাবি করায় সরকারি কর্মীদের জীব জন্তুর পর্যায়ে নামিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৭ সালে সরকারি কর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছিল,ডিএ-র জন্য ঘেউ ঘেউ মিউ মিউ করবেন না। পরে আদালতেই তাঁকে ডিএ নিয়ে হার স্বীকার করতে হয়। 

সেদিনের পরিহাস যেন এভাবেই ফিরে এল তাঁর সরকারের কাছে। একজন সাধারণ মানুষ সরকারের কাজে ব্যতিব্যস্ত হয়ে ফিরিয়ে দিলেন সেই আওয়াজ। বিরোধীরা বলছেন, এটাই পাওনা ছিল মুখ্যমন্ত্রীর। কারণ ক্ষমতায় আসার পরই বিরোধীদের কুত্তার সঙ্গে তুলনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালের নভেম্বর মাসে তাঁকে বলতে শোনা গিয়েছিল, যব হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। ক্ষমতার দম্ভে তখন যা খুশি বলে চলেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী থেকে সরকারি কর্মী, সকলেই তাঁর কাছে ছিল হীন পর্যায়ের। আজ তাঁর সরকারের কাজে যখন চারদিকে ছিছিক্কার, যখন একের পর এক বেরিয়ে আসছে কেলেঙ্কারির কঙ্কালসার দেহ, তখন রাজ্যের এক সাধারণ মানুষ যেন তাঁর সরকারকে ফিরিয়ে দিলেন সেই ভাষা। প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন।

 

 

Tags:

 

Mamata Banerjee

Mamata govt

protest

ration card

ration card error

ration card correction

ration card error correction

Dutta when Kutta in ration card

mamata barerjee news

bankura news

bankura bdo

language of protest

gheu gheu protest

barking protest

barking

west bengal man barking like a dog protest

stop demand barking

demand barking

man barking at bdo

protesters barking

man barking like dog

stop barking

bengal protest

barking dog

man barking like a dog surname kutta

young man is protesting by barking like a dog

ration card protest


আরও খবর


ছবিতে খবর