মেট্রো চাকায় বন্দী শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ, উদ্বোধনেও বিতর্ক
আমন্ত্রণ সত্ত্বেও মুখ্যমন্ত্রী এলেন না ইস্ট-ওয়েস্ট মেট্রো উদ্বোধনে। মমতা চলে গেলেন উত্তরবঙ্গে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন থেকে বিধাননগর সেক্টর ফাইভ রুটের উদ্বোধন হল আজই। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়া ময়দান থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। তাঁর আগে অবশ্য নিজে সরেজমিনে ঘুরে গেলেন শিয়ালদা মেট্রো স্টেশন। মেট্রো চাকায় জুড়ে গেল, শিয়ালদা স্টেশন থেকে সল্ট লেক সেকটর ফাইভ
অ্যাম্বিয়েন্সঃ ...
শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে রইল মুখ্যমন্ত্রীর বয়কট বিতর্ক। নবান্ন সূত্রে খবর, পূর্ববর্তী কর্মসূচী থাকায় মেট্রো উদ্বোধনে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল নবান্নে সিএমও দফতরে। এমনকি তাঁর বাড়িতেও। আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলর পরেশ পালকে। তৃণমূল কংগ্রেস নেতা শুখেন্দু শেখর রায় জানিয়েছেন,বাংলার মানুষের চাপে শেষ মুহূর্তে কলকাতা মেট্রো আমন্ত্রণ পাঠিয়েছিল।
শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ বিতর্কে মুখ খুলে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় নারী শিশু ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিয়ম মেনেই মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। স্থানীয় জন প্রতিনিধিদের থাকা উচিত ছিল। কারণ এই প্রকল্পে বহু মানুষের উপকার হবে। কিন্তু কেন তাঁরা আসেননি তা তাঁর জানা নেই।
বাইটঃ স্মৃতি ইরানি, কেন্দ্রীয় নারী শিশু ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা অভিযোগ, তাঁর চলতি সফরে নিজের দুই মন্ত্রকের কাজকর্ম পর্যালোচনায় রাজ্যের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী বা সচিব পর্যায়ের আধিকারিকদের বদলে জুনিয়র অফিসারদের পাঠানো হয়েছিল। কিন্তু তা নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেননি। কারণ তিনি কাজে বিশ্বাসী। বিরোধ ভুলে রাজ্যের মানুষের স্বার্থে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মত কেন্দ্রীয় প্রকল্পে সামিল হতে স্মৃতি ইরানি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান।
২০০৯সালের ২২ফেব্রুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রয়েছেন প্রণব মুখার্জি, সুভাষ চক্রবর্তী, মহম্মদ সেলিম সহ আরও অনেকে।
kolkata metro,east west metro,mrb,kolkata,salt lake metro,kolkata subway,joka metro,modi, New Technology, Mamata, CM Mamata, North Bengal, Smriti Irani, Sealdah Metro Station, Bidhannagar Sector V, Salt Lake Sector V, Inaguration, boycott, Central Minister, Nabanna, Sudip bandyopadhyay, Kolkata Metro PRO, Nayana Bandyopadhyay
Tags:
CM Mamata
Kolkata
Modi
Mamata
East West Metro
North bengal
Nabanna
Smriti Irani
Sealdah metro station
kolkata metro
mrb
salt lake metro
kolkata subway
joka metro
New Technology
Bidhannagar Sector V
Salt Lake Sector V
Inaguration
boycott
Central Minister
Kolkata Metro PRO
Sudip bandyopadhyay
Nayana Bandyopadhyay