কোন বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জেরা রুজিরাকে?
ED grilled Abhisek's wife Rujira
সন্তানকে কোলে নিয়ে ইডি দফতরে ঢুকেছিলেন সকাল ১১টায়। বেরোলেন প্রায় ৬ ঘণ্টা পর। কয়লা কাণ্ডে বৃহষ্পতিবারই অভিষেক পত্নী রুজিরাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে চলে জিজ্ঞাসাবাদ। যাঁরা জেরা করছিলেন, তাদের মধ্যে দুজন ছিলেন মহিলা । গোয়েন্দা সূত্রে খবর, ব্যাঙ্ককের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েকটি লেনদেন হয়েছিল। এব্যাপারে আগেও কয়েকজনকে জেরা করা হয়েছে। এখন রুজিরাকে জেরা করে সেই কথার সঙ্গে তাঁর কথা মিলিয়ে দেখা হচ্ছে। রুজিরাকে জেরা নিয়ে সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জেরা নিয়ে কী বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন।
বাইট - সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি
কয়লা পাচার কাণ্ডে এর আগে রুজিরাকে দুবার জেরা করেছে সিবিআই। কিছু দিন আগেই তাঁর বাড়ি শান্তিনিকেতন ভবনে গিয়েছিলেন গোয়েন্দারা। দীর্ঘক্ষণ চলেছিল জিজ্ঞাসাবাদ। গতবছর জেরা করা হয় রুজিরার বোন মেনকা গম্ভীর, তাঁর স্বামী ও শ্বশুরকে। অভিযোগ, আসানসোলের কাছে একাধিক বেআইনি কয়লাখনি থেকে এই কয়লা পাচার হয়েছে। এর জন্য প্রায় ১৩০০ কোটি টাকার অবৈধ লেনদেনের ঘটনা ঘটেছে। যার বেশিরভাগটাই গেছে প্রভাবশালীদের পকেটে। এখন ওই প্রভাবশালীদের খুঁজতেই একের পর এক জেরা করে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। খুব শীঘ্রই জাল গোটানো সম্ভব হবে বলেও মনে করছে তারা।