img

Follow us on

Friday, Sep 20, 2024

ED on Manik Bhattacharya: কিং-পিন মানিকই, নিয়োগ দুর্নীতির ৫ কাহন

কিং-পিন মানিকই, নিয়োগ দুর্নীতির ৫ কাহন

  2022-10-27 18:46:09

মানিকের বিষয় আশয় খুঁজতে গিয়ে চোখ কপালে ইডির। রীতিমত সুপরিকল্পিত দুর্নীতির পিরামিড সাজানো মানিক ভট্টাচার্যের ডেস্কটপে। পেশাদার অপরাধীর মত সাজানো হয়েছিল দুর্নীতির যাবতীয় স্কিম। যাতে কোথা থেকে টাকা আসছে সেই টাকা কোথায় যাচ্ছে তা ট্র্যাক করতে হিমশিম খেতে হয় তদন্তকারীদের।

দুর্নীতি-১

মানিকের কম্পিউটারের দুটি ফোল্ডারে গুছিয়ে রাখা আবেদনকারী প্রার্থীদের নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর। যারা আবেদন করেছেন এবং রাজি হয়েছেন ঘুষ দিতে। পরে হয়তো কেউ পিছিয়ে গেছেন। বা পুরো টাকা দিতে পারেননি। তালিকায় তাঁদের নামের পাশে ক্রস। অর্থাৎ বাতিল। এমন প্রায় চার হাজার নামের তালিকা মিলেছে বলে দাবি ইডির। যাদের মধ্যে আড়াই হাজার ইতিমধ্যেই চাকরি করছেন। এই তালিকা শুধু ২০১৭ সালের।
মিলেছে প্রাইমারি টেটের ৬১ জনের নামের তালিকা, যাদের মধ্যে ৫৫ জনেরই চাকরি করছেন এখনো। ইডির দাবি, এই সব নিয়োগই হয়েছে বিপুল অর্থের বিনিময়ে।

দুর্নীতি-২

গল্পের এইখানেই শেষ নয়, মিলেছে মৃত মানুষের সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট। যেখানে কোটি কোটি টাকা জমা পড়েছে। তারপর বেরিয়েও গেছে। ইডির দাবি মৃত মৃত্যুঞ্জয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউণ্ট মানিকের স্ত্রীর। মৃত্যুঞ্জয় যার ফার্স্ট হোল্ডার। যিনি মারা গেছেন ২০১৬ সালে। তারপর কেটে গেছে ৬ বছর। মৃত মৃত্যুঞ্জয়ের নাম বাদ যায়নি। তাঁর মৃত্যুর কথা জানানো হয়নি ব্যাঙ্ককেও। কিন্তু নিয়মিত টাকা ঢুকেছে বেরিয়েও গেছে। তারপরেও কোটি টাকা মিলেছে। প্রশ্ন উঠেছে, মৃত মৃত্যুঞ্জয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে মানিকের স্ত্রী কেন? শুধু তাই নয়। মানিকের একাধিক আত্মীয়ের সঙ্গে এমন অনেক অপরিচিতের জয়েন্ট অ্যাকাউন্ট মিলেছে। এই অপরিচিতরা কারা? তাঁদের অনুমতি নিয়ে কি এইসব অ্যাকাউন্ট খোলা হয়েছিল ব্যাঙ্কে? নইলে প্যান বা আধার কার্ড বিনা ব্যাঙ্কের অ্যাকাউন্ট হল কি করে?

দুর্নীতি-৩
তৈরি করা হয়েছিল অসংখ্য ভুয়ো কোম্পানি। যার কোন বিজনেস না থাকলেও সেই কোম্পানিগুলির অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা পড়ত। সেই টাকা বেরিয়েও যেত। যার অনেকগুলোর মালিকেরও হদিশ মিলছে না।

দুর্নীতি-৪
রাজ্যের প্রায় ৬০০ বেসরকারি বিএড কলেজগুলো ছাত্রছাত্রী ভর্তিতেও টাকা খেয়েছেন মানিক ভটাচার্য। যারা অনলাইনে ভর্তি হতে পারেননি তাঁদের অফলাইনে ভর্তির ব্যবস্থা করতেন মানিকের দলবল। সেই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ভর্তি বাবদ নেওয়া হত ৫০০০টাকা। ছাত্রছাত্রী যাতে অনলাইনে ভর্তি হতে না পারেন তাঁর জন্য কলেজগুলোর সঙ্গে গোপন ব্যবস্থা ছিল মানিকের। ২০১৮ সাল থেকে ২০২২ চলছিল এই ব্যবস্থা। অর্থাৎ হবু শিক্ষকদের কাছ থেকেও টাকা তুলতেন মানিক ভট্টাচার্য। ইডির সূত্রের দাবি একটি কলেজে গড়ে ১০ জনকেও ভর্তি করে ৫০০০টাকা কর নিলে ৬০০ কলেজ থেকে প্রতি সেশনে উঠত কম বেশি ৩ কোটি করে টাকা!  

দুর্নীতি-৫

মানিক পুত্র শৌভিকের অ্যাকিউরি কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে চুক্তি হয়েছিল ৫৩০ বেসরকারী বিএড কলেজের। যারা সকলে ৫০হাজার টাকা করে দিয়েছিল অ্যাকিউরিকে। তাঁর বদলে কলেজগুলির পরিকাঠামো উন্নতির কথা ছিল কিন্তু কোন অজ্ঞাত অঙ্গুলি হেলনে কলেজগুলির পরিকাঠামো না পেলেও অনুমোদন বা ছাত্র ছাত্রী ভর্তিতে কোন অসুবিধা হয়নি। এই করে প্রায় ২কোটি৬৫ লক্ষ টাকা জমা পড়েছিল শৌভিকের অ্যাকিউরি কনসালটেন্সিতে।  অল বেঙ্গল টিচার্স ট্রিনিং আচিভার্স অ্যাসোশিয়েশন, যা বেসরকারি বি এড কলেজগুলির মালিকদের সংগঠন। যার মাথা আগে ছিলেন নলহাটির বিভাস চক্রবর্তী,যার একাধিক বেসরকারি কলেজ আছে। পরে সভাপতি হন পার্থ মানিকের আরেক ঘনিষ্ঠ আরেক শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল। যার উত্থান বিদ্যুৎ গতিতে। মাত্র দেড় দশকে, টিনের বাড়ি থেকে প্রাসাদে উঠে গিয়েছিলেন তাপস মণ্ডল। মালিকদের সংগঠনের অ্যাকাউন্ট থেকেই ঐ টাকা ঢুকেছিল  তৃণমূল বিধায়ক পুত্রের অ্যাকিউরি কন্সালটেন্সিতে।

ইডির দাবি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য হলেন শিক্ষক দুর্নীতির কিং পিন তাকে জিজ্ঞাসাবাদ করলেই মিলবে আরও তথ্য। তারই পেশাদার অপরাধীর বুদ্ধি দিয়ে সাজানো হয়েছিল গোটা নেট ওয়ার্ক। কারণ কলেজ জীবন থেকেই ছাত্র পরিষদের নেতা হিসেবে গোটা রাজ্যে তাঁর নিজস্ব নেটওয়ার্ক ছড়ানো ছিল। সেই কারণেই, ২০১১র নির্বাচন হারার পর তাঁকেই করা হয়েছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। ২০২১-র নির্বাচনে এই মানিককেই দেওয়া হয় জেতা সিট। সুতরাং মানিক যে প্রভাবশালী এবং ক্ষমতার কেন্দ্রের বাসিন্দা তা নিয়ে সন্দেহ নেই তদন্তকারীদের।  

Tags:

Madhyom

Bengali news

Teacher Recruitment

Teacher Recruitment scam

news bangla

Manik Bhattacharya

Recruitment scam

bengal teacher recruitment scam

teacher recruitment scam in west bengal

recruitment scam in west bengal

school recruitment scam

teacher recruitment in west bengal

ssc teacher recruitment scam

Teachers recruitment scam

west bengal teacher recruitment scam

teacher recruitment 2022

Bangla khabor

manik bhattachrya

manik bhattacharya ed

manik bhattarcharya news

manik bhattacharya news

manik

manik bhattacharya fines

ed arrested manik

teachers recruitment scam news

Bengal teachers recruitment

teachers recruitment in west bengal


আরও খবর


ছবিতে খবর