img

Follow us on

Saturday, Jan 18, 2025

Anubrata Mondal:অনুব্রতর লটারি জেতার রহস্য চার্জশিটে ফাঁস?

অনুব্রতর লটারি জেতার রহস্য চার্জশিটে ফাঁস?

  2023-05-05 21:13:50

 

গরু পাচার থেকে লটারি জেতার রহস্য। চার্জশিটে অনুব্রত মণ্ডলের কীর্তিকলাপ ফাঁস করল ইডি। দিল্লির আদালতে এই চার্জশিট পেশ হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে সুকন্যার স্বীকারোক্তি। ২০১৮ সালেই অনুব্রত কন্যা ৫-৬ বার লটারি জেতেন। লকডাউনের সময় পান কোটি টাকার লটারি। কিন্তু কীভাবে এই লটারি জিততেন তিনি? এখানে উঠে আসছে তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের নাম। বিশ্বজ্যোতিই বোলপুরের গাঙ্গুলি লটারি এজেন্সির মালিককে অনুব্রতর কাছে আনেন। তৈরি হয় কালো টাকা সাদা করার প্লট। ওই এজেন্সি থেকে কেউ লটারি পুরস্কার জিতলেই খবর চলে যেত অনুব্রতর কাছে। শুরু হয়ে যেত বাহুবলের খেল। লটারি জয়ীকে ভয় দেখিয়ে টিকিট নিয়ে নিতেন তৃণমূল কাউন্সিলর। কিছু টাকা দিয়ে দেওয়া হত লটারি বিজেতাকে। এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায় এই কেলেঙ্কারির কথা ইডির কাছে স্বীকার করেছেন। চাপের মুখে তিনবার তিনি এই কাজ করেছিলেন বলে জানান বাপি। বিষয়টি জানতেন অনুব্রত কন্যা সুকন্যাও। তবে তিনি বারবার দাবি করেছেন, যা জানে বাবা আর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি। তাই কি অনুব্রত বলছিলেন, সুকন্যাকে গ্রেফতার করা ঠিক হয়নি! 

শুধু লটারিই নয়, সামনে আসছে অনুব্রতর গরু পাচার রহস্য কাণ্ড। চার্জশিটে ইডি জানিয়েছে, অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন স্বীকার করেছেন, তাঁর ফোনেই গরু পাচারকারীদের সঙ্গে কথা বলতেন অনুব্রত মণ্ডল। কথোপকথনের সেই কল রেকর্ডও জমা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সায়গল জানিয়েছে, তৃণমূলের বহু নেতা থেকে পুলিশ অফিসাররা পর্যন্ত তাঁর ফোনেই কথা বলতেন অনুব্রতর সঙ্গে। ফলে বাবা-মেয়েকে মুখোমুখি জেরার আগে একের পর এক যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, তা পরিষ্কার।

Tags:

 

Birbhum

anubrata mondal

Cattle smuggling case

Cattle smuggling

Saigal Hossain

Cattle smuggling scam

cow smuggling case

anubrata mondal tmc

anubrata mondal news today

anubrata mondal latest news

anubrata mondal news

Sukanya Mondal

saigal hossain news

sehgal hossain news

ed chargesheet

sukanya mondal news

anubrata mondal lottery case

anubrata mondal daughter news

ed chargesheet on anubrata mondal

anubrata mondal saigal hossain

saigal hossain today


আরও খবর


ছবিতে খবর