মমতার নাটক ধরে ফেলেছে জনতা?
মমতার (Mamata Banerjee) নাটক কি ধরে ফেলেছে জনতা? তাই কি ক্ষোভের আগুন এবার বিস্ফোরিত হচ্ছে? এগরায় গিয়ে খোদ মানস ভুঁইয়াকে শুনতে হচ্ছে চোর চোর আওয়াজ! বিস্ফোরণে (egra blast) মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে এদিন এগরার খাদিকুলে যান মানস ভুঁইয়া, দোলা সেন সহ তৃণমূলের (tmc)প্রতিনিধি দল। কিন্তু তাঁদের দেখেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। পালানোর পথ পান না মানস ভুঁইয়ারা।
চারদিকে যেভাবে চোর চোর আওয়াজ উঠছে, তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) প্রশ্ন করলে তিনি বলেন, চোরকে চোরই তো বলবে সবাই। বিজেপির যুব সম্মেলন কর্মসূচিতে যোগ দিতে এদিন রানাঘাটে যান সুকান্ত। সেখানেই সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে তিনি জানান, এনআইএ দাবি করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।
এগরা বিস্ফোরণে পুলিশ যে এফআইআর দায়ের করেছে, সেখানে কোনও বিস্ফোরক আইনের ধারা রাখা হয়নি। কী কারণে এই ফাঁক! তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, সরাসরি এনআইএ তদন্ত এড়াতেই বিস্ফোরক আইনের ধারা রাখেনি পুলিশ। ফলে এতবড় বিস্ফোরণের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর সব ছক ধরা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। আর তাই দুর্নীতিতে ভরা সরকারের প্রতিনিধিদের দেখলেই চারদিকে চোর চোর ধ্বনি উঠছে।
Tags:
Mamata Banerjee
bomb blast
Sukanta Majumdar
blast
mamata banerjee drama
bomb blast news
bomb blast news today
west bengal bomb blast
bomb blast in west bengal
bjp sukanta majumdar
bengal bomb blast news
egra
egra blast news
egra bomb blast
egra bomb blast news
egra news
egra latest news
egra news latest
khadikul bomb blast news update
egra news today
egra latest news today
egra death
nia on egra blast
bomb blasts
mamata on egra blast
sukanta majumdar egra blast
egra blast
egra blast today
suvendu at egra
sukanta at shantipur