রামপুরহাটে রক্ত কেলেঙ্কারি
নামে সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু সেখানেই এক রোগীর রক্ত দেওয়া হল অন্য জনকে। একজনের দরকার B PLUS , তাকে দেওয়া হল O পজিটিভ গ্রুপের রক্ত। আর যার দরকার O পজিটিভ, তাকে দেওয়া হল B PLUS গ্রুপের রক্ত। ফলে দুই রোগীর শরীরই মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে বাড়ির লোক এসে রক্তের বোতলে রোগীর লেখা নাম দেখে ভুল বুঝতে পারে। কিন্তু সেই ভুল ধরতে কয়েক ঘণ্টা কেটে যায় হাসপাতালের। এমনই অভিযোগ ঘিরে কাঠগড়ায় রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতাল।