img

Follow us on

Sunday, Jan 19, 2025

Farce in West Bengal:  অবাক রাজ্যে আজব কাণ্ড!

অবাক রাজ্যে আজব কাণ্ড!

  2022-06-18 21:02:09


রাজ্যে শিক্ষার পরিস্থিতি কেমন? রাজ্যবাসী তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। টের পেয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। তাঁর সাফ কথা, উচ্চমাধ্যমিকে পাশ করিয়ে দেওয়ার আন্দোলন তাঁদের সময় ভাবতেও পারতেন না।  মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন। পাশ করিয়ে দেওয়ার জন্য কেন আন্দোলন করবেন ছাত্রছাত্রীরা? যত সব আজব দাবি! যেমন আজব দাবি ঘরে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার। কীভাবে যে ছাত্রছাত্রীরা এমন দাবি করে, তা গবেষণার বিষয়। তবে অনেকে বলছেন, পড়ুয়াদের দোষ দিয়ে লাভ কী। রাজ্যে তো আজব কাণ্ড কতই ঘটছে। খোদ মুখ্যমন্ত্রীর মুখেই বিষ্ণু দেব, মাতা হয়ে যাচ্ছেন। 
শুধু কি তাই? মুখ্যমন্ত্রী অনায়াসে সরস্বতীর মন্ত্রে নিজের লাইন জুড়ে দেন। দুর্গা স্তোত্রের লাইন বাদ দেন।
মুখ্যমন্ত্রী দাবি করছেন, সব ভাষাতেই তিনি পারঙ্গম। হিন্দি বলেন অনায়াসে। 
নিন্দুকে মনে করিয়ে দিচ্ছে তাঁর নকল ডক্টরেট ডিগ্রি নিয়ে বিরোধীদের অভিযোগের কথা। ডকটর মমতা বন্দ্যোপাধ্যায় নামের দেওয়াল লিখন গুলো কি এখনও আছে কোনও পাড়ায়? সেই কোন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে এসেছিল তাঁর নকল ডক্টরেট ডিগ্রী! এখন আর অবশ্য উচ্চবাচ্য করেন না। বরং তিনিই সরকারি কলেজের আচার্য পদে বসার জন্য বিধানসভায় নতুন বিল আনেন। সত্যিই অবাক রাজ্যে আজব কাণ্ড। 
যেমন আজব ব্যাপার, ৩৫ নম্বর পেলেই বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ দেওয়া। 
ক'দিন আগেই, উচ্চ মাধ্যমিকের ভর্তির নোটিফিকেশন করে উচ্চ মাধ্যমিক কাউন্সিল। যাতে বলা হয় মাধ্যমিকে ৩৫ শতাংশ পেলেই বিজ্ঞান বিভাগে পড়তে পারবেন ছাত্রছাত্রীরা। ৩৫%-এ বিজ্ঞান পড়া গেলে এইচএসের ইংরাজিতে পাশ করানোর দাবি এমন কি আজব?
আজব কাণ্ডের আরও ভুরি ভুরি উদাহরণ আছে। তৃণমূল সরকারে আসার পরই চোলাই খেয়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে অনেকের প্রাণ গিয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, চোলাই খেয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। অসুস্থদের ৫০হাজার টাকা। বাংলা জেনে গেল গেল, রাজ্যে চোলাই খেয়ে মরলেই পকেটে কড়কড়ে দু- লাখ। এখন তো আবার বাংলা জুড়ে দুয়ারে মদেরও ব্যবস্থা হচ্ছে। সত্যিই আজব ব্যাপার। দরজায় দুধের বদলে মদ!
চোলাইয়ের কথা উঠলেই অনেকে সামনে আনছেন পার্ক স্ট্রিট, কামদুনি থেকে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের একাধিক কাণ্ডের কথা। জেলাশাসকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ১৮র কমবয়সে ধর্ষিতা হলে ৩০হাজার, ১৮-র বেশি বয়স হলে ২০ হাজার। সত্যিই আজব রাজ্যে অবাক কাণ্ড। 
এই সেদিনই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, তাঁর বাড়ির কাছে আদি গঙ্গায় স্নান করতে যেতেন রানি রাসমণি। ইতিহাসের অনেক অজানা কথা তুলে আনছেন তিনি। যেমন কিছুদিন আগেই তিনি জানিয়েছেন, ভারত স্বাধীন হওয়ার সময় বেলেঘাটায় গান্ধীজির অনশন ভাঙিয়েছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। 
তিনি স্বচ্ছন্দে ইতিহাসের কথা তুলে ধরেন।  স্বচ্ছন্দে লেখেন কবিতা। যা তড়িঘড়ি ঠাঁই পায় পাঠ্যপুস্তকে। পড়ুয়াদের কথা ভেবে স্কুল বন্ধ রাখেন। ছাত্রছাত্রীরা বলছে, আগে মাঝে মাঝে ছুটি পড়ত। এখন মাঝে মাঝে স্কুলে ক্লাস হয়। সত্যি কি যে আজব ব্যাপার!আজব রাজ্যে অবাক কাণ্ডই বটে।


#farceinwestbengal#mamata#cmloosetalk#madhyam
Farce in Bengal, Who is responsible? 
mamata, cm mamata,West Bengal in Peculiar State, CM loose Talk, Farce in Bengal, Who is responsible?, anarchy in west bengal 

 

Tags:

CM Mamata

Farce in Bengal

Who is responsible?  mamata

West Bengal in Peculiar State

CM loose Talk

Who is responsible?

anarchy in west bengal