img

Follow us on

Saturday, Jan 18, 2025

Freedom Fighter Khudiram bose: অগ্নিযুগের বীর শহিদ, স্মরণে ক্ষুদিরাম

অগ্নিযুগের বীর শহিদ, স্মরণে ক্ষুদিরাম

  2022-08-11 19:36:47

একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। আত্মবলিদানের গান। বাঙালির আত্মার সঙ্গে মিশে থাকার গান। একদিন এই গানই ঝড় তুলে ছিল হাজার হাজার যুবকের মনে। গতি এনেছিল স্বাধীনতা আন্দোলনে। আর যাঁর আত্ম বলিদানকে ঘিরে তৈরি হয়েছিল এই অমর সঙ্গীত, তিনি হলেন ক্ষুদিরাম বসু। দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে যিনি উঠেছিলেন ফাঁসির মঞ্চে। আজ সেই বীর শহীদের মৃত্যুদিন। ১৯০৮ সালের ১১ আগস্ট মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় এই মহান বিপ্লবীর। 

১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর মেদিনীপুর জেলার কেশপুরে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। বাবার নাম ত্রৈলোক্যনাথ বসু। মা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিন মেয়ের পর মৌবনী গ্রামের বসু পরিবারে জন্ম হয় ক্ষুদিরামের। এরমধ্যে অকাল মৃত্যু হয় লক্ষ্মীপ্রিয়া দেবীর আরও দুই পুত্রের। তাই ছেলের দীর্ঘ জীবন কামনায় তিন মুঠো চাল বা খুদের বিনিময়ে কনিষ্ঠ সন্তানকে দিদির কাছে দান করেন লক্ষ্মীপ্রিয়া দেবী । যেহেতু খুদের বিনিময়ে পাওয়া গেছে, তাই নাম হয় ক্ষুদিরাম।   

ছোট থেকেই দুরন্ত ক্ষুদিরাম। একটু বড় হতেই দীক্ষিত হন বিপ্লবী মন্ত্রে। ঘনিষ্ঠ হন অরবিন্দ ঘোষের ভাই বারীন ঘোষের। চলে অনুশীলন। যোগ দেন অনুশীলন সমিতিতে। ব্রিটিশদের এদেশ থেকে কীভাবে তাড়ানো যায়, তার জন্যই বীজমন্ত্র জপতে থাকেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকিরা। 

এভাবেই আসে ১৯০৮ সাল। প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডের অত্যাচার তখন তুঙ্গে। তাঁকে হত্যার জন্য মুজফফরপুরে একটি গাড়িতে বোমা ছোঁড়েন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিরা। গাড়িতে ছিলেন না কিংসফোর্ড। তাই বেঁচে যান তিনি। মৃত্যু হয় মিসেস কেনেডি ও তাঁর কন্যার। পুলিশের হাতে গ্রেফতার হন ক্ষুদিরাম। গুলি চালিয়ে আত্মহত্যা করেন প্রফুল্ল চাকি। বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয় ক্ষুদিরামকে। 

এরপর আসে সেই দিন। মুজফফরপুর সংশোধনাগার। সেখানেই তৈরি ১৫ ফুট উঁচু ফাঁসির মঞ্চ। ফাঁসির আগের দিন আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেন, রাজপুত নারীরা যেমন আগুনে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করত, আমিও তেমনি নির্ভয়ে প্রাণ দেব। এভাবেই রাত কাটে। আসে ১১ আগস্ট। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়ান ক্ষুদিরাম। আর এভাবেই দীপ জ্বালিয়ে যান। যে আগুন ছড়িয়ে পড়ে দিকে দিকে। স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন আপামর জনতা। দেশ পায় মুক্তির সন্ধান। 

 

Tags:

 

Madhyom

Freedom Fighter

Khudiram Bose

bangla channel

freedom fighter khudiram bose

khudiram death aniversary

khudiram

khudiram bose fasi

khudiram bose story

khudiram basu jiboni

khudiram basu fasi song

biography of khudiram bose

khudiram bose in bangla

khudiram bosu

shahid khudiram bose

khudiram fasi

biography of khudiram bose in bangla

sahid khudiram basu

bengali channe


আরও খবর


ছবিতে খবর