img

Follow us on

Sunday, Jan 19, 2025

Freedom Fighters of Birbhum: বীরের ভূমি, স্বাধীনতা সংগ্রামীদের জমি বীরভূম

বীরের ভূমি, স্বাধীনতা সংগ্রামীদের জমি বীরভূম

  2022-08-13 19:37:40

শুধুমাত্র অনুব্রত মণ্ডলদের বীরভূম নয়। বীরভূম ছিল স্বাধীনতা সংগ্রামীদের। কার্যতই বীরের ভূমি। লালমাটির রুখু জমিন যার সাক্ষী। সাক্ষী আন্দামানের সেলুলার জেল ।

১৯৩৩ সাল।

বীরভূম মুর্শিদাবাদের ৫২ জনের বিরুদ্ধে শুরু হয়েছিল বীরভূম ষড়যন্ত্র মামলা। অভিযোগ ১৯৩০ সালে সিউড়ি আহমেদপুর নবগ্রাম দুবরাজপুরে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ঐ ৫২জন। রাজা মানে ব্রিটিশ রাজের ধামাধরা স্থানীয় রাজা বা বড় জমিদার জোতদার। যারা ব্রিটিশ শাসনের প্রতিভু ছিল। যারা ছিল ব্রিটিশ পুলিশের চর। 

চলে ব্যাপক ধরপাকড়। ব্রিটিশ সরকার ঐ ৫২ জনের বিরুদ্ধে মামলা শুরু করে। একবছরের মধ্যে রায় বার হয়। ২১জনকে দোষী সাব্যস্ত করে। এই ২১ জনের মধ্যে ১৭ জনকে পাঠানো হয় যাবজ্জীবন দ্বীপান্তরে। দ্বীপান্তরের অর্থ সে সময়ের কুখ্যাত আন্দামান সেলুলার জেল। অন্ধকার ছোট্ট কুঠুরিতে অকথ্য অত্যাচারে তাঁদের জীবন কাটে। বাকি ১৫জনকে দেওয়া হয় ১০ থেকে সাড়ে ৪ বছরের জেল।

ঐতিহাসিকরা বলেন, বীরভূম ষড়যন্ত্র মামলাতেও একজন মীরজাফর ছিল। তাঁর নাম নিত্যগোপাল ভৌমিক। যার বিশ্বাসঘাতকতায় ধরা পড়েন বিপ্লবীরা। যে পরে রাজসাক্ষী বনে যায়। চিনিয়ে দেয় বিপ্লবীদের জানিয়ে দেয় ব্রিটিশ তাড়ানোর পরিকল্পনা।
এখনও আন্দামানের কালো পাথরের গায়ে খোদাই করা আছে বীরভূমের সেই বীর সন্তানদের নাম। রজতভূষণ দত্ত,প্রাণগোপাল মুখার্জি, প্রভাতকুসুম ঘোষ,বিজয় ঘোষ,কালীপ্রসন্ন রায়চৌধুরী, হারানচন্দ্র,উমাশংকর কোনার,প্রদ্যুতকুমার রায়চৌধুরী, হরিপদ ব্যানার্জী,ধরণীধর রায়,সমাধীশ রায়।
তবে এরপরও থেমে যায়নি বীরভূমের বিপ্লবীদের গোপন কাজকর্ম। বল্লভপুরে হস্তশিল্প শেখানোর আড়ালে চলত বিপ্লবী যুবকদের ট্রেনিং শিক্ষা। সামনে আমার কুটির। পিছনে বিপ্লবী তৈরির কারখানা। যদিও আমার কুঠিরের শুরু ১৯২৩ সালে।
গোপন এই আখড়ায় নিয়মিত আসতেন পান্নালাম দাশগুপ্ত,মনোরঞ্জন দত্ত,রমনীরঞ্জন গাঙ্গুলি, কালিপদ বশিষ্ট,সুরেন ব্যানার্জী,মন্ময়নাথ দে-রা। ১৯৩৮ সালের ৮ই ডিসেম্বর সুভাষচন্দ বসু এসেছিলেন এই গোপন আখড়া দেখতে।

স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে বীরভূম ঘিরে যখন বালি, কয়লা গরু পাচারের দাপাদাপি। তখন সেই ইতিহাসের বীর ভূমিকে খুঁজছেন বীরভূমের মানুষ। 

Tags:

Birbhum

Azadi Ka Amrit Mahotsav

Freedom Fighter

amrit mahotsav

freedom firghters of birbhum

freedom fighters

freedom fighter of india

women freedom fighter in india

freedom fighters as terrorists

revolutionary freedom fighters

about birbhum

birbhum tourism

birbhum district

bengal’s birbhum

birbhum district gk

birbhum tourist place

west bengal’s birbhum

birbhum tourist places

about birbhum district

indian freedom history

birbhum district in bengali

birbhum district gk in bengali

about birbhum district in bengali  

75th Years Of Independence

75 years of india's independence


আরও খবর


ছবিতে খবর