শিক্ষক পাত্রে অনীহা সরকারি চাকুরিরতার
একটা বিজ্ঞাপন। আর তা নিয়েই তোলপাড় গোটা রাজ্য। তোলপাড় শিক্ষা থেকে রাজনীতির অঙ্গন। এই রবিবারই দৈনিক পত্রিকায় এই বিজ্ঞাপনটি বেরিয়েছে। দেখা যাচ্ছে, কোনও শিক্ষক-পাত্র চান না পাত্রীপক্ষ।
কিন্তু কেন এই হাল? একসময় যে পেশা ছিল গর্বের, যে পাত্র পেতে হা পিত্যেশ করতেন মেয়ের বাবারা, এখন সেই শিক্ষকই কেন ব্রাত্য? একটা বিজ্ঞাপন সেই প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠছে টেট কেলেঙ্কারির পরই কি বদলে গেল ছবিটা? দুর্নীতির অভিযোগ ঘিরেই কি আশঙ্কার কালো ছায়া? তৃণমূল জমানায় শিক্ষকতা পেশাটাই কি ভুলুন্ঠিত হয়ে গেল?
বিজ্ঞাপনের পর বিতর্ক চলবেই। তবে টেট কেলেঙ্কারি যে তৃণমূল জমানায় একটা কলঙ্কের অধ্যায় রূপে চিহ্নিত হতে চলেছে, তা স্পষ্ট।