পাহাড় ফের অশান্ত হওয়ার সংকেত?
দার্জিলিং পাহাড় ফের অশান্ত হওয়ার সংকেত? জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহার করলো গোর্খা জনমুক্তি মোর্চা। শুক্রবার সই প্রত্যাহারের সিদ্ধান্ত লিখিত আকারে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে দলের তরফে। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের সাধারণ সম্পাদক রোশন গিরি। তাঁর দাবি, জিটিএ গোর্খাদের উন্নয়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। কিন্তু এত বছরেও তা কোনভাবেই গোর্খাদের উন্নয়নের পক্ষে কোনো কাজ করেনি। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য,২০১১ সালের ১৮ জুলাই শিলিগুড়ির পিন্টেল ভিলেজে কেন্দ্র,রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়েছিল। পরবর্তীতে এই জিটিএ চুক্তি আইনে পরিবর্তিত হয়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সই প্রত্যাহার কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রোশন বলেন,"আমরা আমাদের সই প্রত্যাহারের মাধ্যমে সমর্থন উঠিয়ে নিলাম। এরপরে আগামীতে এই জিটিএ-এর ভাগ্য সম্পূর্নভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।"