img

Follow us on

Saturday, Jan 18, 2025

Goghat: শিক্ষিকা নেই,কন্যাশ্রীদের লেখাপড়া লাটে 

শিক্ষিকা নেই, কন্যাশ্রীদের লেখাপড়া লাটে 

  2023-02-07 21:03:32

স্কুল আছে, স্কুল বাড়ি আছে, ছাত্রীও আছে, কিন্তু শিক্ষিকা নেই। 

শিক্ষিকার অভাবে ধুঁকছে স্কুল। কন্যাশ্রীদের লেখাপড়া লাটে। স্কুল বন্ধের আশঙ্কায় অভিভাবকরা। বন্ধ হতে বসেছে পঠন পাঠন। দুর্দশা ঠেকাতে পাশের স্কুলের থেকে শিক্ষক শিক্ষিকা এনে কাজ চালাচ্ছে গোঘাটের নকুণ্ডা গ্রাম। 

ফি বছর বন্যায় ভাসে এই গ্রাম। বর্ষায় পাকা স্কুল বাড়িটাই সরকারি রেসকিউ সেন্টার হয়ে যায়। তখন আরেকবার পড়াশোনা বন্ধ। কিন্তু এখন শুধু মাত্র সরকার শিক্ষিকা দিতে পাচ্ছে না বলা স্কুল বন্ধ হওয়ার যোগাড়। নতুন নিয়োগ নেই। প্রধান শিক্ষিকা অবসর নিয়েছেন। সেই পদটা খালি। আরেক শিক্ষিকা উৎসশ্রী প্রকল্পের সুবিধা নিয়ে বদলি হয়েছেন। তার জায়গাতেও কোন শিক্ষিকা নিয়োগ হয়নি। এখন সবেধন তিনজন। যার মধ্যে একজনকে নিয়মিত স্কুলের কাজেই কখনও ডিআই অফিস, কখনও জেলা পরিষদের অফিসে তদ্বিরের জন্য যেতে হয়। বাকি দুজনের সেই দিনগুলো হিমশিম দশা। আর কলকাতার রাস্তায় পরীক্ষা সফল ছাত্রছাত্রীরা নিয়োগের দাবিতে রাস্তায়।

বাংলা মাধ্যম স্কুল। বাংলার শিক্ষিকা নেই। নেই সংস্কৃত, গণিত, ভুগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানেরও শিক্ষিকাও। কম্পিউটার ঘরটা পড়ে আছে অবহেলিত। কম্পিউটারগুলো চালানো হয় না বহুদিন। ছাত্রীদের শেখানোর জন্য বারো বছর আগে দিয়েছিল আগের সরকার। শিক্ষিকা নেই। গ্রামের নকুণ্ডা কাত্যায়নী হাইস্কুল থেকে শিক্ষক শিক্ষিকা এনে কোন ক্রমে গোঁজামিলের ক্লাস চলছে।

স্কুলের টিচার ইন চার্জের অনুরোধে গ্রামেরই একটি মেয়ে বিনা পয়সায় ভুগোলের ক্লাস নেন নিয়মিত। কিন্তু এই ভাবে আর কতদিন?

নকুণ্ডা গার্লস জুনিয়র হাইস্কুলের ফাইভ থেকে এইট প্রায় দেড়শো ছাত্রী পড়াশোনা করে। অর্থাৎ স্কুলে আসেন। রেজিস্টারে নাম আছে। মিড-ডে মিল পায়। কিন্তু আশঙ্কাও আছে । প্রতিদিন বাড়ছে বই কমছে না। ভয়ে গ্রামবাসীরা মুখ খুলছেন না। সকলেরই ভয় কি-হয় কি-হয়!

যোগ্য শিক্ষকরা আছেন। কিন্তু সরকারি নিয়োগ নেই। পরীক্ষাসফল শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে নিয়োগের দাবিতে। সরকার আর শাসকদল তাঁদের চাকরি চুরি করে বেচে দিয়েছে। শিক্ষামন্ত্রী সচিব,পর্ষদের মাথা থেকে পাড়ার দু আনার নেতারাও চাকরি বিক্রি করেছেন। আর গত এগারো বছরে অবসর নেওয়া পদে তো বটেই, শিক্ষক পদে কোন নতুন নিয়োগ হয়নি। ফলে বিপাকে রাজ্যের স্কুলগুলো। বীরভূমের নকুণ্ডা গার্লস জুনিয়র হাইস্কুলও এর ব্যতিক্রম নয়।

Tags:

Madhyom

Education

bangla news

Bengali news

teacher

School Teacher

Goghat

teachers

no teacher

substitute teacher

without teacher

school

goghat news

schools

goghat school

goghat latest news

goghat school issue

goghat school issues

no teachers

collapse

poor kids education

education system

roof of school collapsed

education collapse in goghat school

teaching stopped in goghat school

kanyashree

kanyashree prakalpa

kanyashree girl child


আরও খবর


ছবিতে খবর