বীরভূমের পারকান্দিতে এত সোনা এল কোথা থেকে?
বীরভূমের পারকান্দিতে এল ডোরাডো গোল্ড রাশ।
সোনার খোঁজে দূরদূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন পারকান্দি গ্রামে। সকলেরই লক্ষ্য একটুকরো সোনা। যদি মেলে। খুলে যাবে বরাত।
দুদিন আগে রটে যায়,বাঁশলৈ নদীর চরে, মিলছে সোনার মোহর, টিকলি দুল, চেনের টুকরো। আর কেনা জানে এই সব খবর বিদ্যুতের বেশি গতিতে ছড়িয়ে পড়ে। আর ঠিক তাই হল বিকেল নামার আগেই বাঁশলৈ নদীর চড়ে ভিড়ে ভিড়াক্কার। সকলেরই সোনা চাই। মাটি খুঁড়ে। পাথর ভেঙে । ঢেলা সরিয়ে সবাই খুঁজছে সোনা।
গরমে প্রায় মজে যাওয়া বাঁশলৈ নদীর চড়ায় তখন মানুষের ভিড়। সকলেরই দাবি তিনি শুনেছেন সোনা মিলছে। তাই এইখানে সোনার খোঁজে
ছেলে বুড়ো মেয়ে বাচ্চা সবাই হাত লাগিয়েছে। মাটি খুঁড়ছেন। চাইছেন একটুকরো সোনা। কেউ পাচ্ছেন। অনেকেই পাননি। কিন্তু সোনার প্রত্যাশায় খুঁড়ে চলেছেন বালি। ওলটপালট করছে মাটি পাথর ঝোপঝাড়। যারা পেয়েছেন তাঁরা দেখাচ্ছেনও। তবে প্রশাসনের কাছে খবর যেতেই,মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার। তারপরেও ভিড় কমছে না।
১৮২০ থেকে ১৮৫০সালের মধ্যে আমেরিকায় এমন সোনার সন্ধান শুরু হয়। তারপর তা ছড়িয়ে পরে অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা আফ্রিকায়। পাউণ্ড পাউণ্ড সোনা পেয়ে ভাগ্য খুলে যায় অনেকের। অনেক মৃত্যুও হয়। কল্পনার সোনার শহর এল ডোরাডোর কাহিনী আমরা সবাই শুনেছি। শুনেছি সুবর্ণরেখা নদীতে এককালে সোনা পাওয়ার কথা। সেই সোনা বালির সঙ্গে মিশে থাকা। কিন্তু বীরভূমের পারকান্দিতে বাঁশলৈ নদীতে এই সোনার মোহর টিকলি এল কোথা থেকে?
পার্থবাবুর মতে, এটা পূর্ববঙ্গীয় চোল বঙ্গ রাজাদের মুদ্রা। এই মুদ্রার নাম ফানম। বিশ্বের ক্ষুদ্রতম কয়েন। চোল সাম্রাজ্যের মুদ্রা। দক্ষিণের চোল সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল, আজকের ঝাড়খণ্ড ওড়িশা বাংলা, বাংলাদেশের বিস্তির্ণ অঞ্চলে। রীতিমত ব্যবসা বাণিজ্য চলত দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে। সেই সময়ের মুদ্রা!
কি করে এল এখানে? অধ্যাপকের আশঙ্কা সম্ভবত কোন রাজবাড়ির সঞ্চয় ছিল। তবে তাঁর দাবি অবিলম্বে, বীরভূম জেলায় একটি সংগ্রহশালা বা জেলা মিউজিয়াম তৈরি করা হোক। কারণ ঐতিহাসিক ভাবে বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার বহন করছে।
তার মানে বীরভূম মানে শুধু কেষ্টপুর নয়, ইতিহাসের ভূমিও বটে।
Tags:
Birbhum
Madhyom
bangla news
Bengali news
Gold
Birbhum News
birbhum latest news
birbhum district
birbhum tourist place
Gold Price
birbhum news today
birbhum today news
birbhum news update
gold rush
gold rush birbhum
gold rush history
birbhum gold rush
parkandi gold rush
gold mining
gold rush bashloi
gold rush coins
gold ag
gold price today
gold found
gold coins
pure gold
gold finds
gold trading
finding gold
birbhum gold river
birbhum news today bengali
gold river bansloi
bansloi river
bansloi gold river