সব সরকারি বাস সমাবেশে, দুর্ভোগে যাত্রীরা
দাঁড়িয়ে আছে একের পর এক সরকারি বাস। সবকটিরই গন্তব্য ধর্মতলা। তৃণমূলের একুশে সমাবেশ ঘিরে এই ছবিই ধরা পড়ল বিধাননগরে।
তবে শুধু বিধাননগর নয়, রাজ্য জুড়েই এই ছবি। সাধারণ রুট গুলো সব বন্ধ। তুলে নেওয়া হয়েছে সরকারি বাস। সরকারি ক্ষমতায় দখল করে নেওয়া হয়েছে আমজনতার পথের সাথী। রাস্তায় নেমে অসহায় সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছনোর জন্য না আছে বাস, না আছে অন্য যানবাহন। ধর্মতলামুখী সব রাস্তাই কার্যত অবরুদ্ধ। মিছিলের কথা ভেবে অনেক রাস্তাই একমুখী করে দেওয়া হয়েছে। তবে নামেই একমুখী। সমাবেশের নামে কার্যত সবই বন্ধ।
আর এই অবরোধের মুখে পড়ে দুর্ভোগের একশেষ হতে হয়েছে সাধারণ যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে এই গরমের মধ্য়ে গাড়িতে বসে থেকে। অনেকে বাধ্য হয়ে হাঁটতে শুরু করেছেন। মুখে একরাশ বিরক্তি নিয়েই পৌঁছতে হয়েছে গন্তব্যের দিকে। বেশ কিছু জায়গায় জনতার স্রোতে আটকে গেছে অ্যাম্বুলেন্সও।
একুশে সমাবেশের নামে যা আর এক যন্ত্রণায় বিদ্ধ করেছে অসংখ্য নাগরিককে।
ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বনধ-ধর্মঘট চলবে না। তার কারণ মানুষের হয়রানি। বন্ধ শ্রমদিবস। কিন্তু এই একুশে সমাবেশের নামে বছরের পর বছর যা চলছে, সেটা কি কর্মদিবস নষ্টের সামিল নয়? শহর অচল করে সমাবেশ কি আমজনতার দুর্ভোগের মধ্য়ে পড়ে না? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক টেনে এনে, তাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করে, সস্তা জনপ্রিয়তা কুড়নো যায়। কিন্তু সেটা কি রাজ্যকে কোনও উন্নয়নের পথে নিয়ে যায়?
রাজ্যবাসীর মনে এই প্রশ্ন উঁকি দেয়। মানুষ জানতে চায়, কবে দূর হবে শিক্ষায় কেলেঙ্কারি। কবে শেষ হবে জেহাদি রাজনীতি। কিন্তু সেই উত্তর মেলে না। বরং নজর ঘোরাতে আক্রমণের দিশা ঘুরিয়ে দেওয়া হয় কেন্দ্রের দিকে। চলে শুধু ক্ষমতা প্রদর্শন। জেহাদি হুঙ্কার। সরকারি বাস দখল করে সরকারি ক্ষমতার অপব্যবহার।
government buses booked for shahid samavesh, daily passengers in trouble
21 july harrasment, no govt bus for passengers, govt bus booked for shahid samevesh,
tmc 21 july, tmc 21st july, 21 tmc martyar day, tmc, 21 july tmc shahid diwas, 21st july, tmc martyrs day rally, tmc martyrs day, tmc martyr's day, tmc rally on martyrs day, tmc shaheed diwas, tmc 21 july preparation in bengal, 21 july rally, 21 july, madhyom bangla, bengali news, bangla news, bangla khobor, bangla khabar, Kolkata,
suvendu Adhikari, dilip ghosh, mamata, abhisek,
Tags:
tmc
Kolkata
Mamata
Dilip Ghosh
bangla news
Bengali news
21 July Rally
21 July
madhyom bangla
bangla khobor
bangla khabar
suvendu Adhikari
TMC Martyrs Day
TMC Martyrs Day Rally
21 july harrasment
no govt bus for passengers
govt bus booked for shahid samevesh
tmc 21 july
tmc 21st july
21 tmc martyar day
21 july tmc shahid diwas
21st july
tmc martyr's day
tmc rally on martyrs day
tmc shaheed diwas
tmc 21 july preparation in bengal
abhisek