WhatsApp_Image_2022-06-24_at_905.44_PM
অডিট কনক্লেভে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার আইটিসি রয়্যালে তিনি বলেন, সিটি অফ জয় এখন সিটি অফ রিটায়ারমেন্টে পরিণত হয়েছে। আগে দেশের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান থাকত। এখন আর নেই। কারণ বাংলার মেধা এখন বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি জমাচ্ছে। কারণ রাজ্যে তাঁদের কোন কাজের জায়গা নেই।
তিনি বলেন স্বচ্ছতা, দায়বদ্ধতা, নীতি নৈতিকতা বোধ, সময়ানুবর্তিতা সামান্য কয়েকটা বিষয় মেনে চললেই, রাজ্যে বিনিয়োগ আসে, শিল্প তৈরি হয়, অর্থনীতির উন্নতি হয় মানুষ ভাল থাকে। কিন্তু এই আমলে রাজ্য সব হারিয়েছে। নাম না করেই সরকারি কাজকর্মের সমালোচনায় রাজ্যপাল। তিনি বলেন, এক দশক ধরে কোন সিএজি অডিট হয় না রাজ্যে। জিটিএ তে দীর্ঘদিন অডিট হয়না। দুর্নীতিতে প্রচ্ছন্ন মদত রয়েছে রাজ্যের।
ভয়ের রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এখানে সংবাদমাধ্যমও ভীত। তাঁরা আমাকে প্রশ্ন করেন যার উত্তর সাংবাদিকরা জানেন। কিন্তু কাজ করতে পারছে না কোন কিছুর ভয়ে। আমি আশঙ্কিত। এত খুন জখম বোমা বারুদ ধর্ষণ দেখেও আপনার রক্তাক্ত হন না? সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন রাজ্যপাল। রাজ্য পরিচালনা সম্পর্কে কলকাতা হাইকোর্টকে উদ্ধৃত করে রাজ্যপাল বলেন কোর্টও উদ্বিগ্ন রাজ্য পরিচালনায় এমন গাফিলতি দেখে।
তবে কলকাতাকে নিয়ে রাজ্যপালের মন্তব্যের কড়া নিন্দা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। দিকে বিধানসভা অধিবেশনের শেষদিনে ধন্যবাদ জ্ঞাপন ভাষণে পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপালের সঙ্গে সরকারের কোন বিরোধ নেই। যদিও এই অধিবেশনেই রাজ্যপালের অধিকার খর্ব করতে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পরিদর্শকের পদ থেকে সরিয়ে দিতে একাধিক বিল আনে রাজ্য সরকার। এমনকি ভূমি ও কর ট্রাইবুনালে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ছাঁটতেও উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।