তামাক বিরোধী দিবসে পুরী বিচে সুদর্শন পট্টনায়কের শিল্প
ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরতে ১৯৮৭ সাল থেকে পালিত হচ্ছে নো টোবাকো ডে বা তামাক বিরোধী দিবস (Anti Tobacco Day)। জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই দিনটি চালু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এবছর এই দিনটির তাৎপর্য সারা বিশ্বকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভারতও। এবার থেকে শুধু সিনেমায় নয়, ওটিটি প্লাটফর্ম গুলিতেও ধূমপান নিয়ে বিধিবদ্ধ সতর্কীকরণ দেখাতে হবে। আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এব্যাপারে নিয়ম লাগু করেছে। তামাক বিরোধী দিবসে পুরীর বিচে অসাধারণ শিল্প তুলে ধরেছেন শিল্পী সুদর্শন পট্টনায়ক।