টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বহু রাস্তা
টানা মুষল ধারে বৃষ্টি (heavy rain)। আর দেড় থেকে দু ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন (water logged) হয়ে পড়ল শহরের বহু রাস্তা। গাড়ি চালাতে সমস্যা ভিআইপি রোডের (VIP Road) মতো ব্যস্তবহুল রাস্তায়। ছোট রাস্তার অনেক জায়গাতেই হাঁটু জল জমে যায়। আটকে পড়ে অটো টোটো। গত কয়েক দিন ধরেই শহরে অস্বস্তি সূচক বেড়ে গিয়েছিল। গরমে নাভিশ্বাস উঠেছিল আমজনতার। এদিনের বৃষ্টির পর তা থেকে কিছুটা রেহাই মিলেছে। আগামী আরও তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার মতিগতি। পুজোর সময়ও বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আবহাওয়া বিদদের একাংশ অনুমান করছেন। ফলে পুজোয় কলকাতা বানভাসি হবে কিনা, সে আতঙ্ক তৈরি হয়েছে এখন থেকেই।