img

Follow us on

Tuesday, Nov 26, 2024

High Court slams CM Mamata: আদালতে ধাক্কা মমতার,দাড়িভিট তদন্তে কেন NIA?

আদালতে ধাক্কা মমতার,দাড়িভিট তদন্তে কেন NIA?

  2023-05-10 23:17:33

২০১৮ থেকে ২০২৩। অবশেষে পাঁচ বছরের অপেক্ষার অবসান। হাইকোর্টের রায়ে এনআইএ-র তদন্তের নির্দেশ দেওয়া হল দাড়িভিট পুলিশের গুলিতে ছাত্রখুনের ঘটনায়। অবশেষে দাড়িভিট কাণ্ডে বিচার পেল নিহত রাজেশ ও তাপসের পরিবার।

২০ সেপ্টেম্বর,২০১৮। স্কুলে শিক্ষক নেই। শিক্ষকের দাবিতে আন্দোলন করছিল ছাত্ররা। দাবি ছিল সরকারের কাছে একজন বাংলা বিষয়ের শিক্ষক চাই। সরকার পাঠিয়েছিল উর্দু বিষয়ের শিক্ষক। যার ঐ স্কুলে কোন কাজই নেই। শিক্ষক-ছাত্র-অভিভাবক রাজ্য সরকারের এই মশকরার প্রতিবাদ করেছিলেন। বিক্ষোভ চলছিল। শিক্ষক দিতে না পেরে পুলিশ লেলিয়ে দিয়েছিল রাজ্যের সরকার। আর বেপরোয়া পুলিশ চালিয়েছিল গুলি। মারা গিয়েছিল দুই ছাত্র। নাম রাজেশ সরকার ও তাপস বর্মন। (গুলির আওয়াজ)

ঘটনার পর ততকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতরকে না জানিয়েই নাকি নিয়োগ দেওয়া হয়েছিল উর্দু শিক্ষককে। ফলে সাসপেন্ড করা হয় ডিআইই-কে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব এডুকেশনকে। প্রশ্ন উঠেছিল তখনই, তাহলে কি সেই নিয়োগেও অসচ্ছ্বতা ছিল?

ঘটনার ছবিতেও স্পষ্ট, প্ররোচনা ছাড়াই গুলি চালিয়েছিল পুলিশ। এরপরই দফায় দফায় আন্দোলনে নামে প্রতিবেশিরা। উত্তাল হয় দাড়িভিট। সিবিআই তদন্তের নামে পথে নামে সাধারণ মানুষ।  জাতীয় মানবাধিকার কমিশনও সুপারিশ করে করে সিবিয়াই তদন্তের। কিন্তু সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে যে সি আই ডি তদন্ত দেয় রাজ্যের সরকার। বলা হয়, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশের গোয়েন্দারা তদন্ত করবে গোটা ঘটনার। মানতে পারেনি পরিবার। শুরু হয় আদালতে লড়াই। আজ কোর্টের রায়ে জানানো হয়েছে, সিয়াইডি নয়। তদন্ত করবে এন আই এ।

বিজেপি শুরু থেকেই নিহতদের পরিবারের পাশে দাঁড়ায়। রায়গঞ্জের সাংসদ সেই কথা জানিয়ে বলেন, এবার প্রকৃত সত্য সামনে আসবে। দোষী পুলিশেরা শাস্তি পাবে।     

খুশি নিহত দুই ছাত্রের প্রতিবেশিরাই। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে রাজেশ আর তাপসের পরিবারের কাছে। এখন একটাই আশা দাড়িভিট স্কুলের। অপরাধীরা শাস্তি পাক। 

শিক্ষকের দাবিতে আন্দোলন করার শাস্তি হিসেবে পুলিশের গুলি জোটার মত নৃশংস ঘটনা রাজ্যে বিরল। স্বাভাবিক কারণে আরও একবার স্পষ্ট হয়ে গেল মমতা সরকারের মমতাহীন ভূমিকা আর শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলার করার সরকারি আচরণ। আর অপরাধীদের আড়াল করার নক্কার জনক ভূমিকা।

Tags:

Calcutta High court

Mamata Banerjee

Madhyom

CM Mamata Banerjee

Mamata

High Court

NIA

bangla news

Bengali news

Kolkata High Court

court

national investigation agency

police

mamata banerjee news

mamta banerjee

high court order

Investigation

NIA investigation

Police Firing

darivit

sc slams mamata government

nia court orders

nia investigation in darivit

darivit case

darivit high school

darivit school

islampur darivit

darivit massacre

students police clash


আরও খবর


ছবিতে খবর