উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের উত্তরপত্র রাস্তায় কেন?
উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার পর ১৩দিনও কাটেনি। সেই রাষ্ট্রবিজ্ঞানের উত্তরপত্র মিলল কোচবিহারের খোকসাডাঙার বরতলা এলাকার রাস্তায়।
গতকাল রাতে খাতার প্যাকেট কুড়িয়ে পান ঐ অঞ্চলের শ্যামল বর্মন নামে এক যুবক। প্যাকেটের ওপর সরকারি স্ট্যাম্প দেখেই তার স্ত্রী থানায় জমা দিতে যেতে বলেন।
প্রাতঃভ্রমণে যাওয়ার পথে দুলাল বর্মণ নামে এক পার্শ্ব শিক্ষকের কাছে খবর যায় উত্তরপত্রের একটা প্যাকেট পাওয়া গেছে। তড়িঘড়ি শ্যামল বর্মণের বাড়িতে গিয়ে দেখেন, সেগুলি সদ্য শেষ হওয়া উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের উত্তরপত্র। গায়ে লেখা আছে সেন্টার নম্বর। রোল নম্বর খাতার সংখ্যা। যাবতীয় তথ্য।
রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা হয়েছে মার্চের ১৮ তারিখ। ইতিমধ্যে উত্তরপত্র পৌঁছে গেছে এবং যাচ্ছে পরীক্ষকদের কাছে। কিন্তু মাঝপথে কিভাবে তা রাস্তায় চলে এল উচ্চমাধ্যমিকের পলেটিক্যাল সায়েন্সের খাতা। জানা যাচ্ছে খাতার সংখ্যা আড়াইশ' বেশি।
দুলাল বর্মণ একজন পার্শ্ব শিক্ষক উদ্ধার হওয়া খাতা কোচবিহার জেলা শিক্ষা সংসদের হাতে তুলে দিয়েছেন। শিখা বর্মণ বেশি লেখাপড়া শেখার সুযোগ পাননি। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক পরীক্ষক কিম্বা উচ্চমাধ্যমিক পর্ষদের থেকে অনেক বেশি শিক্ষাপ্রেমী।
তবে যে রাজ্যে গোটা শিক্ষা দফতরটাই দুর্নীতিতে ভরা সেখানে এর থেকে ভাল উদাহরণ আর কি হতে পারে!
Tags:
bangla news
Bengali news
Higher Secondary
Coochbehar
higher secondary exam
HS Exam
higher secondary exam 2023
higher secondary examination
hs exam answer paper
higher secondary 2023 political science exam
higher secondary 2023 life science exam
2023 higher secondary exam date
higher secondary 2023
political science answer sheet
political science class 12 answer sheet 2023
political science answer sheet class 12
political science
class 12 political science answer paper 2023
political answer sheet
political science answer paper
hs exam answer sheet
on the street
street
madhyom exam answer paper on street