হাসপাতালে গুলিবিদ্ধ স্থানীয় ডন টোটন বিশ্বাস
চুঁচুড়া হাসপাতালে চলল গুলি। হুগলির কুখ্যাত ডন টোটন বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। একাধিক দুস্কৃতি ছিল বলে জানিয়েছে সহবন্দীরা।
আজ কোর্টে হাজিরা দেওয়ার আগে, টোটন বিশ্বাসকে মেডিকেল করাতে নিয়ে গিয়েছিল চুঁচড়া থানার পুলিশ। তখনই গুলি চালানো হয় বলে জানা গেছে। পেটের একটু ওপরে গুলি লেগেছে টোটন বিশ্বাসের। গুলি লাগা অবস্থাতেই ছুটে প্রিজন ভ্যানে ঢুকে পড়ে টোটন। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী আসে চুঁচুড়া হাসপাতালে।
মুহূর্তে ঘিরে ফেলা হয় হাসপাতাল। দুস্কৃতিদের চিহ্নিত করতে চেয়ে পাঠানো হয় সিসি ক্যামেরা ফুটেজ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও।
তবে, সরকারি ভাবে মুখে কিছু না বললেও, পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুটি আগ্নেয়াস্ত্র, একটি ব্যাগ উদ্ধার হয়েছে। পুলিশের আরেক সূত্রের দাবি, টোটন বিশ্বাসের পালটা গ্রুপই গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে টোটন বিশ্বাসের দাদাও বিপক্ষ গোষ্ঠীর গুলিতেই প্রাণ হারায়।
এর আগে প্রিজন ভ্যানে আরেক বন্দী জানায় ঠিক কি ঘটেছিল তখন।
মাদক পাচার, তোলাবাজি, গুণ্ডামি, মস্তানি, হামলা, হুমকি, খুন চূচূএকাধিক অভিযোগ মামলা রয়েছে টোটোন বিশ্বাসের বিরুদ্ধে। বছর তিনেক আগে মাদক কেসে তাঁকে গ্রেফতার করা হয়। সাবধানতার কারণে তাঁকে প্রিজন ভ্যানে না এনে অন্য গাড়িতে নিয়ে আসা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত টোটন বিশ্বাসের শরীর থেকে গুলি বার করা হয়েছে। তাঁকে ট্রান্সফার করা হয়েছে কলকাতার হাসপাতালে।