স্কুলের পাশেই শ্মশান!গোঘাটে আতঙ্কে পড়ুয়ারা
স্কুলের পাশেই শ্মশান। ক্লাস চলাকালীন কোনও দেহ আনা হলেই ছুটি হয়ে যায় স্কুল। শবদাহের সময় চিতার ধোঁয়া আর গন্ধে সেখানে থাকা যায় না। তাছাড়া কাজ করে আতঙ্কও। ক্লাস টু, থ্রি ফোরের শিশু মনে ভয় ধরে। স্কুল ছেড়ে পালান শিক্ষক-শিক্ষিকারাও। এমনই দৃশ্য হুগলি জেলার গোঘাটের পাতুলসাঁড়া প্রাথমিক বিদ্যালয়ের ৷ পঞ্চায়েত,প্রশাসন সব জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবার এই শ্মশান ব্যবহার করে।
এই বিষয়ে স্থানীয় গৃহবধূ স্বস্তিকা পাল জানান, ছেলেমেয়েরা স্কুলে আসতে ভয় পায়। গ্রামের কেউ মারা গেলেই স্কুলের পাশের শ্মশানে দাহ করা হয়। শিক্ষকরা তাই বাধ্য হয়েই শ্মশানে চিতা জ্বললেই ছুটি দিয়ে দেন। স্কুলের প্রধান শিক্ষকও স্বীকার করেছেন তাঁদের সমস্যার কথা। একসময় যাঁরা স্কুলের জমি দান করেছিলেন, তাঁরাই শবদাহের কাজে ওই শ্মশান ব্যবহার করেন। কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে। স্কুলের পাশে দাহ কাজ করাওতো ঠিক নয়। তাই এলাকার মানুষ দাবি তুলছেন ওই শ্মশান বন্ধের। এখন দেখার, কী পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।
Tags:
Hooghly
school
Hooghly news
goghat news
Crematorium beside Primary School
Crematorium goghat
goghat
goghat high school
goghat primary school
goghat primary school news
goghat primary school update
goghat primary school news live
goghat primary school news update
goghat primary school latest news
goghat patulsara
students fear