কোন্নগরের হীরালাল কলেজ
হবে দুয়ারে সরকার ক্যাম্প (Duare sarkar camp)। তাই শিকেয় পঠন পাঠন। বন্ধ হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজ (Hiralal Paul College)। ছাত্রছাত্রীদের না জানিয়েই কলেজ বন্ধের নোটিস জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনায় অবাক ছাত্রছাত্রীরা। তারা কলেজে এসে দেখছে ক্লাস হবে না। প্রতিবাদে সোচ্চার হয়েছে ছাত্র ইউনিয়নগুলি। কলেজ ক্যাম্পাস থেকে কোন্নগরের বিভিন্ন জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে পোস্টারও পড়েছে। এভাবে ক্যাম্প করে তৃণমূল আসলে শিক্ষাকেই জলাঞ্জলি দিতে চাইছে বলে অভিমত পড়ুয়াদের।
ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিজেপিও। হুগলি জেলা বিজেপির অন্যতম নেতা শ্যামল বোসের মতে, সরকার যা করছে, তা শিক্ষার লজ্জা। তবে কলেজ বন্ধ নিয়ে অজুহাত খাড়া করতে চেয়েছেন স্থানীয় তৃণমূল নেতা তথা কলেজের গভর্নিং বডির সভাপতি অপূর্ব মজুমদার। তাঁর দাবি, কলেজে এখন সেভাবে ক্লাস হচ্ছে না বলে ক্যাম্প করা হয়েছে। কলেজ বন্ধের জেরে হুগলি জেলা জুড়েই