img

Follow us on

Sunday, Jan 19, 2025

Hooghly: হাড়হিম পাণ্ডুয়ার! প্রকাশ্যে রাস্তায় গুলি চালালো কে? 

হাড়হিম পাণ্ডুয়ার! প্রকাশ্যে রাস্তায় গুলি চালালো কে? 

  2023-02-21 21:03:03

সাতসকালে হাড়হিম হুগলির পাণ্ডুয়ার। প্রকাশ্য রাস্তায় চলল গুলি। 
 
গাড়ি থেকে নামিয়ে খুন ড্রাইভার।
 
পান্ডুয়া থানার বৈচি এলাকায় পুলিশের চোখের সামনে চলল দু'রাউন্ড গুলি। তারপরেই কেউ কিছু বুঝে ওঠার সাদা স্করপিও নিয়ে চম্পট। 
 
ঘটনাস্থল বোড়াগুড়ি মোড়ের থেকে কিছু দূরেই নাকা তল্লাশি চালাচ্ছিল পান্ডুয়া থানার পুলিশ। গুলির শব্দেই সচকিত হয়ে ওঠে পুলিশ। দ্রুত নিজেদের গাড়িতে উঠে ধাওয়া দুষ্কৃতীদের সাদা স্করপিওকে। 
স্করপিও ছুটছে কলকাতা দিকে। তার অনেক পিছনে পুলিশের জিপ। একেবারে হিন্দি সিনেমার ক্রাইম ক্লাইম্যাক্স। এলার্ট করা হয় আশেপাশের থানাকেও।
 
কিন্তু খন্ন্যানের কাছে, বিগড়ে যায় সাদা স্করপিও। এরপরই পুলিশ ধরে ফেলে একজনকে। বাকি তিন দুষ্কৃতী পালায়। পুলিশের দাবি, বাকি তিনজনের খোঁজ চলছে।
 
খবর পেয়েই বর্ধমান থেকে মৃত গাড়িচালক উদয়ন বিশ্বাসের সহকর্মীরা। তাঁরাও হতবাক কিভাবে দিনের আলোয় পুলিশের নাকের ডগায় এই ভাবে বাইরের রাজ্যের দুষ্কৃতিরা এসে মানুষ মেরে, গাড়ি লুঠ করে। 
 
খবর পেয়ে চলে আসেন, স্থানীয় গাড়িচালকের পরিবারের লোকজন। তাঁরাও হতাশ। স্থানীয় উপপ্রধানও জানান। একদমই নিরীহ একজন গাড়ি চালক। এইভাবে বেঘোরে খুন হয়ে যাবে তা কল্পনাই করা যায় না।
 
পুলিশের দাবি তারা জিজ্ঞাসাবাদ করছে ধৃত আন্তঃরাজ্য দুষ্কৃতীকে। শুধু গাড়ি লুঠের গ্যাং নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল তা বোঝার চেষ্টা করছে। নতুন গ্যাং না পুরানো গ্যাং জানার চেষ্টা হচ্ছে সেটাও। খোঁজ চলছে বাকি তিনজনেরও। 

 

  

Tags:

bangla news

Bengali news

Hooghly

Hooghly news

hooghly firing

Madhyom 

district hooghly

west bengal hooghly

the shivering Scene

shivering Scene

behind the scenes

shivering

scene in pandua

pandua shivering scene

hooghly police

hoogly

west bengal hooghly news

hooghly today news

hooghly todays news

hooghly shot dead

open fire

pandua

pandua news

pandua latest news

pandua news update

pandua news today

pandua rail station

pandua sharif

panduah

bardhaman man killed at pandua

pandua hooghly

highway

highway firing

highway shot dead