IT সেক্টরে ২ মাসে ১৭টি চাকরি পেয়ে চমক
এক সঙ্গে ১৭ টি চাকরি পেয়ে চমকে দিলেন বালির অরিজিৎ রায়। বালি ঘোষপাড়ার বাসিন্দা অরিজিৎ চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি কলেজের ছাত্র। অরিজিৎ গত দু'মাসে ১৭ টি মাল্টি ন্যাশনাল কোম্পানীতে ক্র্যাক করে।তার মতো ওই কলেজ থেকে আরো কয়েকজন ছাত্র উইপ্রো,টিসিএস,ইনফোসিস,অ্যাকসেঞ্চার,বাইজুস এর মত কোম্পানীতে চাকরি পেয়েছেন।অরিজিৎ জানান,কম্পিটার সায়েন্সের মূল বিষয় হল প্রোগ্রামিং।যেটা খুব ভালো করে শিখতে পারায় চাকরি পেতে সুবিধা হয়েছে।প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে পড়ায় মাল্টি ন্যাশনাল কোম্পানী গুলো ক্র্যাক করতে সাহায্য করেছে।
#ITJOB #ITSECTOR