তৃণমূলের গুণ্ডামি, বৃদ্ধকে কেন পেটাল চেয়ারম্যান?
দীর্ঘ টালবাহানার পর অবশেষে অভিযোগ নিল চুঁচুড়া থানা। অভিযোগ চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে।
ঘটনা ঘটবার প্রায় ৪৮ঘণ্টা পর। কি হয়েছিল আগে ছবিটা দেখে নিন।
যিনি মারছেন চুঁচড়া পুরসভার চেয়ারম্যান। আর যিনি মার খাচ্ছেন তিনি ঐ পুরসভার ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা। নাম মিহির তালুকদার। বয়স প্রায় আটষট্টি। মিহির বাবুর অপরাধ নিজের জমিতে নিজের পুকুর বাঁচাতে চারদিকে বেড়া দিয়ে ঘিরছিলেন। ঘটনাস্থলে হাজির, চেয়ারম্যান। তর্কাতর্কি থেকে শুরু করে দিলেন মার।
হঠাত তর্কই বা কেন? কারণ পুরসভার অপদার্থতা।
চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান এলাকার বাসিন্দা মিহির তালুকদারের জমিতে একটি সাড়ে ন কাঠার পুকুর আছে। দীর্ঘদিন ধরেই এলাকা মানুষ ঐ পুকুরে ময়লা অবর্জনা ফেলে। ক্রমে পুকুর বুজে আসছে। নিজের পুকুর বাঁচাতে বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। তাই নিজেই বেড়া দেওয়ার কাজ শুরু করেন।
মিহিরবাবুর দ্বিতীয় অপরাধ তিনি বিজেপি নেতা অঞ্জন তালুকদারের বাবা।
ঘটনার নিন্দা করেছেন, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। আজ আক্রান্তের বাড়িতেও যান অসিতবাবু। এরপরই থানায় অভিযোগ জানাতে সাহস পায় ঐ পরিবার
মারধোরের ব্যাখ্যাও দিয়েছেন চুঁচড়া পুরসভার চেয়ারম্যান। অমিত রায়।
যদিও গালাগালি বা তেড়ে যাওয়ার কোন ছবি চেয়ারম্যান দেখাতে পারেননি।
তবে এই মারধরের ঘটনায় ফের সামনে চলে এল চুঁচড়ার তৃণমূলের গোষ্ঠী কোন্দল। চেয়ারম্যানের বক্তব্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবাই।
যদিও চুঁচুড়ার বিধায়কেরও স্ট্রিট ফাইটার হিসেবে প্রসিদ্ধ চুচড়ায়।
কি হল হুগলি তৃণমূলের? রাস্তায় পাড়ায় কি রাস আলগা হচ্ছে বিধায়ক ও পুর চেয়ারম্যানদের?
Tags:
Madhyom
bangla news
Bengali news
Hooghly
Trinamool
Hooghly news
Chinsurah
TMC hooliganism
bengal politics
hooliganism
holliganism
hooliganism of TMC
hooligansism
allegation of doing hooliganism
hooligans
tmc hooligan
hooghly district
district hooghly
beaten up
beaten
senior citizen beaten by chairman
chairman of chinsurah municipality
senior citizen
senior citizen beaten up
senior beaten
chairmen attacks senior citizen
senior citizen assaulted by Chinsurah Chairman
senior
citizen
chairmen attacks senior