img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mamata Banerjee: মমতার এ কোন সংস্কৃতি?

মমতার এ কোন সংস্কৃতি?

  2023-01-03 20:21:18

সরকারি মঞ্চে জয় শ্রীরাম। যা শুনে আতঙ্কিত মুখ্যমন্ত্রী। শাসক দল বলছে, বাংলায় এই সংস্কৃতি আগে ছিল না। কিন্তু বিরোধীরাও পাল্টা প্রশ্ন তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সংস্কৃতির আমদানি করেছেন, তা কি আগে ছিল এই বাংলায়? চলুন এক এক করে দেখা যাক, তৃণমূল জমানায় বাংলার সংস্কৃতি যেভাবে বদলেছে,তা আগে দেখা গেছে কিনা। 
বোরখা মাথায় মুখ্যমন্ত্রী। রেড রোডে নমাজ পড়তে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একজন হিন্দু মহিলাকে এভাবে আগে দেখা গেছে? অনেকে বলছেন, সংখ্যালঘু ভোট কুড়োতে এটা মুখ্যমন্ত্রীর নাটক। তবে এই নাটকও আগে দেখা যায়নি। 

পুজোর আগে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে মন্ত্রোচ্চারণ করেন তা কি আগে দেখা গেছে? নির্বিকারভাবে যেভাবে তিনি ভুলভাল সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে গেছেন, সেই সংস্কৃতি কি আগে ছিল বাংলায়?

একজন মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষায় তিনি দেশের প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে আক্রমণ করেছেন, সেটা কোন ধরনের সংস্কৃতি? একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসে এই ভাষায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যায়?   

কিংবা সেই সংস্কৃতি? আদিবাসীদের মন পেতে যেখানে আগে থাকতে হাতে গ্লাভস পরিয়ে রেখে হাত ধরে নাচতে যান মুখ্যমন্ত্রী? এভাবে আদিবাসী প্রীতি দেখানোর শোপিস সংস্কৃতি আগে দেখেছে বাংলা?

শহীদ স্মরণে একুশে জুলাই মমতার সভায় পাগলু ড্যান্স আগে দেখেছে বাংলা? শহীদরা পিছনে পড়ে থাকে। মঞ্চ জুড়ে দাপাদাপি রূপালিপর্দার নায়ক নায়িকাদের। আগে দেখেছে বাংলা?

এতো গেল ক্ষমতায় আসার পরের ছবি। বিরোধী নেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিধানসভায় ঢুকে ভাঙচুর চালিয়ে ছিলেন,সেই সংস্কৃতি কি আগে দেখেছে বাংলা?

শুধু তৃণমূল নেত্রীই বা কেন, তাঁর দলের অন্যতম নেতা মদন মিত্র যেভাবে ওহ লাভলি বলে সমাজ মাধ্যমে ভিডিও ছাড়েন, সেধরনের সংস্কৃতি কি আগে ছিল বাংলায়? 

একের পর এক অপসংস্কৃতির আমদানি করে রাজ্যকে যেভাবে রসাতলে পাঠানোর ব্যবস্থা করেছেন মমতা,তার প্রায়শ্চিত্ত কীভাবে হবে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
 

Tags:

Mamata Banerjee

CM Mamata Banerjee

mamata banerjee latest news

mamata banerjee news

mamta banerjee

Madan Mitra

mamata banerjee today

mamata banerjee viral

jai shri ram

jai shri ram mamata banerjee

mamata banerjee on jai shree ram slogan

mamata banerjee jai shree ram

bengal culture

culture change

pagloo dance

tmc shaheed divas

mamta banerjee attacks modi amit shah


আরও খবর


ছবিতে খবর