img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mamata Banerjee: তৃণমূলের পোকা কীভাবে বাছবেন মমতা?

তৃণমূলের পোকা কীভাবে বাছবেন মমতা?

  2023-01-02 21:24:50

 
কেলেঙ্কারির বাংলায় এবার তৃণমূলে পোকা বাছতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে তিনি বলছেন, ধানে একটা পোকা লাগলে তাকে বিনাশ না করলে ধানের পুরো বস্তাই নষ্ট হয়ে যায়। সরকারে আসার পর থেকে একাধিক অনুষ্ঠানে তিনি এমন বাণী অনেক দিয়েছেন। কিন্তু অবাক কাণ্ড! যত তিনি বলেছেন, ততই দুর্নীতির চারা গাছ মহীরূহ হয়ে গেছে। ২০১৪ সালের আগে একসময় কেলেঙ্কারির পর কেলেঙ্কারি যেমন কেন্দ্রে ইউপিএ সরকারকে নাড়িয়ে দিয়েছিল,সেভাবেই এখন তা কাঁপন ধরিয়েছে বাংলার তখতে থাকা তৃণমূল সরকারের মনে। ২০২২ সাল জুড়ে খালি দুর্নীতির খবরই সামনে এসেছে। যেন কেলেঙ্কারির নাগপাশ জড়িয়ে ধরেছে গোটা বাংলাকে। সব জেনেও চুপ করে থাকার ভান করেছেন মুখ্যমন্ত্রী। নানা কেলেঙ্কারিতে জড়িত থাকলেও আগলাতে চেয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আজ যখন পঞ্চায়েত নির্বাচন সামনে, রাজ্য জুড়ে আলগা হয়ে গেছে পায়ের নীচে মাটি, তখন পোকা বিনাশের কথা বলছেন মুখ্যমন্ত্রী। শুনুন দিদির সুরক্ষা কবচ নামে অনুষ্ঠানে কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এই কৌশল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট কথা, এটা পুরোটাই নাটক। দিদির সুরক্ষা কবচের নামে দিদির দূতদের যে বাড়ি বাড়ি পাঠানোর পরিকল্পনা  নেওয়া হয়েছে, তাকেও তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু। অতীতের ঘটনাকে তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন, এরা দিদির দূত নয়, আসলে ভূত। 
 
২০২২ দেখেছে শিক্ষায় কেলেঙ্কারি, গরু পাচার থেকে কয়লা পাচার কেলেঙ্কারি। লটারি কেলেঙ্কারি থেকে আবাস কেলেঙ্কারি। এক সময়ের সুজলা সুফলা বাংলায় আজ কেলেঙ্কারির তকমা লেগে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন পোকা বাছতে। কিন্তু এই করতে গিয়ে তো গাঁ উজাড় হয়ে যাবে। বিরোধীদের দাবি, এই দায় নিয়েই লজ্জায় সরে যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। গাল ভরা কথা না বলে, সুরক্ষা কবচের নামে তিনি আসলে কাদের সুরক্ষা দিতে চাইছেন, সেই প্রশ্নই বড় হয়ে উঠছে।
 

 

Tags:

Mamata Banerjee

CM Mamata Banerjee

Abhisek Banerjee

Suvendu attacks mamata

suvendu adhikary

mamata banerjee latest news

mamata banerjee news

mamta banerjee

mamata banerjee today

mamata banerjee nazrul mancha

didir suraksha kavach

mamata launches didir suraksha kavach

didir suraksha kawach

didir dut

subrata bakshi

mamata caution to tmc

insect

insect of tmc


আরও খবর


ছবিতে খবর