img

Follow us on

Saturday, Jan 18, 2025

Howrah: আইন কোথায়? মেয়ের সম্মান বাঁচাতে বাবা খুন

আইন কোথায়? মেয়ের সম্মান বাঁচাতে বাবা খুন

  2023-01-25 21:28:44

 

কিশোরী মেয়ের সম্মান বাঁচাতে বাপ খুন।
ঘটনা হাওড়ার শ্যামপুর থানার। এ রাজ্যের গ্রামও দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে তাঁর আরও একটি প্রমাণ সামনে।
 
অভিযোগ এই হত্যার সঙ্গে জড়িয়ে গ্রামে বেআইনি মদের রমরমা ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত নিয়ে বহুবার দরবার করেও সুরাহা মেলেনি। তারই বলি গণেশ মণ্ডল!
 
রাত ন'টা। রবিবার সন্ধ্যায় ক্লাস টেনের ছাত্রী গোবিন্দপুর থেকে টিউশন পড়ে সাইকেল চালিয়ে ফিরছিল। তিন মোড় ভাগাড়ের কাছে সাইকেল নিয়ে আসার পথেই কিলটন বাগ ও টিটন বাগ ছাত্রীর পথ আটকায়। সাইকেল থেকে ধরে টানাটানি করে ও শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটি চিৎকার করলে তাঁর বাবা গণেশ মণ্ডল বাঁচাতে আসে। এরপরই শুরু হয় গণেশ মণ্ডলকে মারধোর শুরু হয়।
 
ছাত্রীটি কোনক্রমে পালিয়ে ঘরে খবর দিলে বাড়ির লোকজন ছুটে আসে। ঘটনাস্থলে গণেশ মন্ডলকে খুঁজে পাওয়া যায়নি। পরে তাঁর দেহ উদ্ধার হয় তখনও প্রাণ আছে । ঝুমঝুমি প্রাথমিক স্বাস্থ্য হয়ে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সোমবার তাঁর মৃত্যু হয়। এরপরই দুষ্কৃতীদের পক্ষ থেকে গণেশের বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসা হয়েছে। বলা হয়েছে, নাম বললে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে।
 
দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।
 
মঙ্গলবার ময়না তদন্তের পর গণেশের দেহ পাড়ায় এলে রাস্তা অবরোধ করে  বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। 
 
আজ সকাল থেকেই অপরাধীদের গ্রেফতারের দাবিতে বামপন্থী কংগ্রেস বিজেপির পক্ষ থেকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় শ্যামপুর থানায়।
(অ্যাম্বিয়েন্স)
একদিকে সস্তায় মদ সাপ্লাই করে নেশায় বুদ করে রাখা গ্রামের মানুষকে, অন্যদিকে সেই ব্যবসাকে রক্ষা করতে দুষ্কৃতীদের দাপাদাপি। মেয়েদের শ্লীলতাহানি, খুন এখন বাংলার গ্রামগুলোর প্রকৃত চেহারা হয়ে উঠেছে। কোথাও পুলিশের সক্রিয় সাহায্যে স্থানীয় শাসক দলের প্রত্যক্ষ মদতে চলছে মদ আর দুষ্কৃতীদের অত্যাচার। কোথাও আইন নেই। আইনের শাসন নেই।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Howrah

law and order

save

howrah militant

howrah militant news

howrah militant arrest

howrah militant arrest news

howrah murder

father killed in howrah

howrah news latest

howrah father death

howrah news update

law & order

law & order howrah

law and order west bengal

law and order crime

father killed

father

father beaten to death

father saves daughter

daughter

father and daughter

father killed to save daughter

daughter save father killed

killed

saved

father protects daughter' honour


আরও খবর


ছবিতে খবর