img

Follow us on

Saturday, Jan 18, 2025

WBCHSE Result: পথশিশুদের নিয়ে কাজ করতে চায় উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের অধীশা

উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের অধীশা

  2022-06-11 17:58:38

অধীশা দেবশর্মা উচ্চ মাধ্যমিকে প্রথম । প্রাপ্ত নম্বর ৪৯৮ সোনিদেবী জৈন হাইস্কুল স্বপ্ন ভবিষ্যতে পথশিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হওয়া ছাত্রী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন, তা সত্যিই ব্যতিক্রমী। কোচবিহারের ছাত্রী অধীশার পরবর্তী লক্ষ্য নিয়ে প্রশ্ন করতেই স্বতস্ফূর্তভাবে তিনি জানালেন, সৎ পথে রোজগার করে পথশিশুদের জন্য কিছু করতে চান। এই বয়সে এমন জনসেবায় উদ্বুদ্ধ হওয়ার কথা বিশেষ শোনা যায় না। অধীশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী। এবারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন তিনি। পেয়েছেন ৪৯৮ নম্বর, শতকরা হিসেবে ৯৯.৬ শতাংশ। এহেন চমকপ্রদ ফলাফলের পর প্রত্যাশিত ছিল যে অধীশা ডাক্তারি কিংবা গবেষণার দিকে ঝুঁকবেন। কিন্তু সহজ-সরল মেয়েটি শোনালেন অন্য কথা। প্রথাগত পেশার প্রতি কোনও টানই নেই তাঁর। বরং অন্তর থেকে কিছু করতে চান।পথশিশুদের নিত্যদিনের সমস্যা, সংগ্রাম অদিশাকে ভাবিয়েছে, কাঁদিয়েছে। আর তাই যখন তাঁর কাছে নিজের মতো কোনও কাজ করার সুযোগ মিলেছে, তখন পথশিশুদের পাশে দাঁড়ানোর কথাই তিনি প্রথমে ভেবেছেন।

Tags:

HS Result Out

WBCHSE RESULT

Result WBCHSE

Result Class 12

HS Topper

ranking

Poor Topper

Barsha Parvin

poor brilliant


আরও খবর


ছবিতে খবর