img

Follow us on

Friday, Nov 22, 2024

HUGE CASH RECOVER: কালো টাকার করিডোরে বদলে যাচ্ছে মমতার বাংলা?

WhatsApp_Image_2022-12-05_at_1811.33_(1)

  2022-12-05 19:00:16

কালো টাকার করিডোরে বদলে যাচ্ছে বাংলা?

এবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। গতকাল রাতেই উত্তরবঙ্গে উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ টাকা। জলপাইগুড়ি বানারহাট থানা এলাকায় ভিন-রাজ্য থেকে আসা গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১ কোটি টাকা।

এর আগেও ৩০ জুলাই হাওড়ার (Howrah) পাঁচলা মোড় (Panchla) থেকে কোটি টাকা উদ্ধার হয় ঝাড়খণ্ডের নাম প্লেট লাগানো একটি গাড়ি থেকে। পরে এই ঘটনায় ওই গাড়ি থেকে ৩ কংগ্রেস বিধায়ককে আটকও করা হয়েছে। গোটা ঘটনায় হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। 

পুলিশ সূত্রে খবর, রবিবার বানারহাট থানার বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে ধূপগুড়ির দিক থেকে এশিয়ান হাইওয়ে ফর্টি-এইট হয়ে একটি গাড়িতে বিপুল পরিমান টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে। বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে। তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রঙের স্করপিও আটক করে পুলিশ। গাড়ি তল্লাশি করে কিছু না মিললেও। গাড়ির ৫ জন সওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হয়ে পারেনি পুলিশ। গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে আসা হয়। অতিরিক্ত স্পেয়ার টায়ারের দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। টায়ার খুলতেই সেখান বিপুল সংখ্যক টাকার বান্ডিল উদ্ধার হয়।

ব্যাঙ্ক-কর্মীদের খবর দেওয়া হয়। গুনতিতে জানা যায় ৯৩লক্ষ৮৪ হাজারের বান্ডিল নিয়ে যাওয়া হচ্ছিল স্পেয়ার টায়ারে। 

টাকা উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপিও

মুখ্যমন্ত্রী বলছেন,পঞ্চায়েত লক্ষ্যেই টাকা আনছে বিজেপি। তদন্তের আগেই তদন্তের বয়ান তৈরি করে দিচ্ছেন মমতা। আর বিজেপি বলছে, তৃণমূলের ঘর থেকেই কোটি কোটির উদাহরণ দেখেছেন রাজ্যবাসী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তদন্ত শেষ হওয়ার আগেই কি করে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এমন দাবি করতে পারেন?  

নাকি পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গের গরীব অঞ্চলে ভোট কিনতে এখন থেকেই টাকা ঢোকাচ্ছে শাসক দল।পুলিশের সোর্সের কাছে টাকা ঢোকার খবর থাকলেও কারণ জানা ছিল না।

নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি বিহারের পুর্নিয়ার। মোটা অঙ্কের লুকানো টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। (জিও ম্যাপ পূর্ণিয়া টু বীরপাড়া) গাড়ির অভিমুখ ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে। বিহারের পূর্ণিয়া বেআইনি আগ্নেয়াস্ত্রের আঁতুড়ঘর। পুলিশ তদন্ত শেষ হলেই জানা যাবে। প্রায় কোটি টাকার সঙ্গে কি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে? তাহলে কি বাংলা উত্তর থেকে দক্ষিণ কালো টাকা আড়ত হিসেবে গড়ে উঠছে?

Tags:

Mamata Banerjee

CM Mamata

Madhyom

West Bengal police

Mamata

West Bengal

bangla news

Bengali news

Bengal

Bengal CM

cash recover

West Bengal CM

Money

Cash

Bengal scam

black money

bengal cm mamata banerjee

west bengal cm mamata banerjee

recover

bengal politics

huge

huge cash

huge cash recover

west bengal elections

bengal chief minister mamata banerjee

changing bengal

bengal changing

west bengal siliguri corridor

black money corridor bengal

black money corridor

bengal black money corridor

banarhat

banarhat news today

money recovered


আরও খবর


ছবিতে খবর