img

Follow us on

Sunday, Jan 19, 2025

GTA ELECTION: জিটিএ নির্বাচনে হামরো পার্টি, শেষদিনে ৪৫ আসনে মনোনয়ন

জিটিএ নির্বাচনে হামরো পার্টি

  2022-06-17 20:55:13


পাহাড়ে নতুন শক্তি হিসেবে উঠে আসার পর এবার জিটিএ নির্বাচনেও আসরে হামরো পার্টি। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে প্রার্থী হয়ে তাদের সঙ্গে সম্মুখ সমরে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। দার্জিলিংয়ের তিন নম্বর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার সঙ্গে ঘুম জোরবাংলো আসন থেকে লড়ছেন হামরো পার্টির সহ সভাপতি পুরলস্কার ব্লোন। জিটিএ নির্বাচনের ৪৫ টি আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি।  জিটিএ নির্বাচনে লড়ার সিদ্ধান্ত পাহাড়বাসীর উপর ছেড়েছিলেন অজয় এডওয়ার্ড। সোশাল মিডিয়ার মাধ্যমে জিটিএ নির্বাচনে হামরো পার্টির প্রতিদ্বন্দ্বিতা করা উচিত কিনা তা নিয়ে একটি সমীক্ষাও করেন। সেই সমীক্ষার পরই রাতারাতি সিদ্ধান্ত নিয়ে শেষদিনে ৪৫ টি আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। 

Tags:

Darjeeling

gta election

gta

Hill

Humro Party

Ajay Edward