img

Follow us on

Thursday, Sep 19, 2024

21 July Threat: বাস না ভরলে কাজ হবে না ওয়ার্ডে, হুমকি তৃণমূল নেতার

তৃণমূল নেতার হুমকি ভাইরাল, বাস না ভরলে কাজ নেই

  2022-06-25 20:52:07

২১ জুলাইয়ের রাস্তা ভরাতে হবে। নির্দেশ সেকেন্ড-ইন কম্যান্ডের। আর মাঠে নেমে পড়েছেন বাহিনী। আসানসোলের কোটা ওয়ার্ড পিছু দুটি করে বাস। বাস ভর্তি না হলে সেই ওয়ার্ডে কাজ হবে না। হুমকি তৃণমূলের ব্লক সভাপতির। আসানসোলের সদ্য নির্বাচিত পুর কাউন্সিলরদের সভায় রীতিমত হুমকি কুলটির তৃণমূল ব্লক সভাপতি বিমান আচার্যের। শুনুন ঠিক কি বলেছেন তিনি। 

শুনলেন তো, এবার এই বক্তব্যের আরও একটা অংশ আছে। সেটাও শুনুন। 

এই বক্তব্যে পরিষ্কার তৃণমুলের ভিতরের কোন্দল! কে কাকে মানেন আর কে মাকে মানেন না। বোঝাই যাচ্ছে লড়াইটা আসলে কুলটি বনাম আসানসোলের। কুলটি সামলাতে এখন যদিও ঐক্য হয়েছে দুই যুযুধান বিমান আচার্য আর উজ্জ্বল চ্যাটার্জির। কিন্তু এবারের তীরটা সরাসরি লেগেছে বিমান আচার্যের গুরুভাইয়ের গায়ে। যিনি মেয়র হতে পারেননি। জুটেছে ডেপুটি মেয়রের আধখানা দায়িত্ব। রাজ্যপাল সই করেননি বলে শপথ নিতেও পারেননি। এবার তো কেউ নেতা বলে মানবেনই না।

নেতার ভাইয়ের মন্তব্য শুনেই ঘাবড়েছেন কুলটির কুখ্যাত বিমান। মিন মিন করে স্বীকারও করলেন নেহাত বেফাঁস মন্তব্য হয়ে গেছে। তবে তিনি তাঁর নেতাকে কিছু বলতে চাননি। তাঁর নেতা মানে মন্ত্রী মলয় ঘটক।

তবে হুমকি নিয়ে অনড়। দাবি ভুল তো বলিনি। একটু চাপে রাখতে চমকেছি শুধু। 
বিজেপি যদিও তৃণমুলের দলীয় কোন্দল নিয়ে মুখ খুলতে চাননি। তবে ২১ জুলাইয়ের বাস ভর্তি না হলে ওয়ার্ডে কাজ হবে না শুনে বললেন অগণতান্ত্রিক দাবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দায়িত্ব দিয়েছেন অভিষেককে ২১জুলাইয়ের সভা সফল করতে। শুরুতেই কয়লা বেল্টে এমন চাপ দিলে তো দলের ভিতরে ধস নামবে। একেই সিবিআই তাড়নায় আগুন জ্বলছে দলের ভিতরে।

Tags:

tmc

West Burdwan

21 July Rally

Asansol Municipal Corporation

Avijit Ghatak

Maloy Ghatak

Biman Achariya

BJP Dist President

Dilip Day


আরও খবর


ছবিতে খবর