cbi_calling
২৭ মার্চ থেকে ২ মে ২০২১, রাজ্য বিধানসভা ভোট।
ভোট মিটতেই শুরু হয়েছিল তৃণমূলের
সেকারণেই দুর্গাপুর এনআইটি'র অস্থায়ী ক্যাম্পাসে ডেকে পাঠানো হয়েছিল লাভপুরের বিধায়ক অভিজিত সিংহ ও কেতুগ্রামের তিনবারের বিধায়ক শেখ শাহনাওয়াজকে। দুজনেরই দাবি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ, সে সম্পর্কে তাঁদের কিছু জানায়নি সিবিআই।
এর আগেও দুর্গাপুর এনআইটি'র ক্যাম্পাসে বীরভূম ও বর্ধমানের প্রায় ৮ জন বিধায়ক ও ব্লক সভাপতি সহ তৃণমূল নেতাকর্মীদের তলব করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ আর লাভপুরের বিধায়ক অভিজিত সিংহের মুড বদল। কেতুগ্রামের বিধায়ক যখন সাংবাদিকদের চা খাওয়াতে পারল না বলে দুঃখ প্রকাশ করছিলেন ঠিক তেমনই লাভপুরের বিধায়ক জেলা সভাপতির নয় নেত্রীর সৈনিক হয়ে উঠলেন
তারাপীঠের এক পুজারিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। তিনিও নাকি ফোন করেছিলেন জেলার ব্যস্ত দাদাকে।
ভোট পরবর্তী হিংসায় সবচেয়ে বেশি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল অনুব্রতর বীরভূম।