মেদিনীপুরে তৃণমূল নেতার কুকীর্তি?
মাছ চুরি আটকাতে তৃণমূল নেতার কারসাজি!পুকুর পাড়ে ফেলে রাখা বিদ্যুতের তার। আর তাতেই জলে নামতে গিয়ে বেঘোরে প্রাণ গেল আদিবাসী দম্পতির। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের মোরখা গ্রামে। মৃতদের নাম বাপি মান্ডি ও মুঙ্গলি মান্ডি। জানা গেছে ওই তৃণমূল নেতার তিনটি পুকুর। সেখানে মাছ চুরি আটকাতেই এই কৌশল নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত পুকুরের মালিক তথা জামকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আলি। মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউকে না জানিয়ে এভাবে পুকুরের জলের কাছে বিদ্যুতের তার কীভাবে ফেলে রাখা হয়েছিল, তা নিয়ে সরব হন গ্রামবাসীরা।
ঘটনার সঙ্গে তৃণমূল নেতার নাম জড়িয়ে পড়ায় তার মোকাবিলায় নেমে পড়ে প্রশাসন। আদিবাসী বাড়িতে ছুটে যান জেলাশাসক ও পুলিশ সুপার। মুখ্যমন্ত্রীর নাম করে দু লক্ষ করে মোট চার লক্ষ টাকার চেক দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কি গ্রামবাসীকে শান্ত রাখা যাবে? কীভাবে একজন পঞ্চায়েত সদস্য এই দুস্কর্ম করতে পারেন? প্রশ্ন উঠছে। তবে তৃণমূলের একাধিক দুর্নীতির মতো এক্ষেত্রেও জবাব দেওয়ার কেউ নেই।