মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চপশিল্প নিয়ে গবেষণা!
চাকরি নেই, দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা, আর মুখ্যমন্ত্রী দিশাহারা হয়ে জনগণকে বলছেন, চপ ভাজুন। তাঁর কাছে চপ ভাজাই ছিল শিল্পের প্রতিরূপ। খেলা, মেলার রাজত্বে এভাবেই তিনি ভোলাতে চেয়েছিলেন আমজনতার মন।
এবার গবেষণাতেও উঠে এল চপশিল্প। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এমএ-র এক ছাত্রী চপশিল্প নিয়েই থিসিস লিখেছেন। তাঁকে এই কাজে গাইড করেছেন বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক তাপস পাল। গাজলের বিভিন্ন এলাকায় ঘুরে ২৩ জন চপ বিক্রেতার সঙ্গে কথা বলে এই থিসিস লেখা হয়েছে। গাইড তাপস পাল স্বীকারও করেছেন ,মুখ্যমন্ত্রীর কথায় তাঁরা উদ্বুদ্ধ হয়েছেন। থিসিস পেপারে লেখাও আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার কথা।
গাইড বলছেন, মুখ্যমন্ত্রীর প্রেরণায় প্রান্তিক জীবনের কথা জানার চেষ্টা করেছেন ওই ছাত্রী। কিন্তু তা থিসিস পেপারে তা লিখতে হবে? এনিয়েই শুরু হয়েছে বিতর্ক। গবেষণা পত্রে এমন উল্লেখ করা বাঞ্ছনীয় নয় বলেই মনে করেন বিশ্ববিদ্যালয়ের ডিন দীপক কুমার রায়। সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন ক্ষেত্রেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, যা চলছে, তা শিক্ষা সংস্কৃতির অগস্ত্য যাত্রা। গবেষক ও গাইডের পুরস্কার ও পদোন্নতি এখন শুধুই সময়ের অপেক্ষা। সমালোচনায় সোচ্চার হয়েছে বিজেপিও।
হতাশা বাড়ছে ছাত্র ছাত্রীদের মধ্যেও। তাঁদের মতে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার ভূতই এখন চেপে বসেছে রাজ্যের মাথায়। কবিতা থেকে শিল্প, সবকিছুই তাঁর হাতের ছোঁয়ায় বিকশিত। আর সেই বিকাশের ঝলকানি জ্বালা ধরাচ্ছে যুবসমাজের মনে।
শুধু বিরোধী নয়, প্রশ্ন এখন আমজনতার মধ্যেও। গত এগারো বছর ধরে রাজ্যবাসীকে যে জায়গায় টেনে নিয়ে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, তা কি বিশ্বের দরবারে উপহাসের পাত্র তৈরি করার জন্য? চাকরি নেই, শিক্ষা নেই, সুস্থ সংস্কৃতি নেই। এই নেই রাজ্যে থাকার মধ্যে শুধু আছে অনুপ্রেরণা। আর তাই এখন বিদ্রুপ করে ছুটে বেড়াচ্ছে জনসাধারণের পিছনে।
Tags:
Kolkata
Mamata
Dilip Ghosh
bangla news
Bengali news
bangla khobor
bangla khabar
suvendu Adhikari
chop shilpo
mamata banerjee chop shilpo
chop silpo
chop
chop shilpo research paper
kana sarkar chop shilpo
chop shilpo in west bengal
mamata chop silpo
banglar chop shilpo
chop shilpo interview
chop shilpo westbengal
mamata chop shilpo speech
job interview at chop shilpo
madhyom bangla