জগদ্দলে বিয়েবাড়িতে বোমাবাজি
বিয়েবাড়ির অনুষ্ঠান (marraige ceremony) ঘিরেও বোমাবাজি (bombing)? কেন এই হাল বাংলার (west bengal) ? রাজ্য জুড়ে এত বোমা আসছে কোথা থেকে? কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, সব বোমা উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে? কিন্তু তারপরও কেন এই হাল? জানা গেছে, বিয়ে বাড়ি চলাকালীন মাইক বাজানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ঘটনা জগদ্দলের (jagaddal) মোমিনপাড়া অঞ্চলে। অভিযোগ রাত হয়ে গেলেও বক্স বাজায় দু পক্ষের মধ্যে বচসা বাধে। শুরু হয় বোমাবাজি। দু পক্ষের চারজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রবিবার সকালে যখন ঘটনাস্থলে যায় পুলিশ, উদ্ধার হয় আরও বোমা। একটি বোমা ফেটে যায়। এলাকা জুড়ে যে বোমার রাজত্ব, তা কার্যত মেনে নিয়েছেন ডিসি নর্থ জোন শ্রী হরি পাণ্ডে।
পুরনো শত্রুতা থেকে যখন বিয়ে বাড়িতেও বোমাবাজি হয়, তখন রাজ্যের কি হাল তা বোঝাই যাচ্ছে। মুখ্য়মন্ত্রীর কথায় পুলিশও কান দিচ্ছে না বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ময়ুরেশ্বরের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
ঘটনার পর নাম কে ওয়াস্তে পুলিশ পাঁচজনকে আটক করেছে। কিন্তু এই ঘটনাই প্রমাণ করছে রাজ্যের হতশ্রী চেহারা। যে কোনও ঘটনায় যদি এভাবে বোমাবাজি হয়, তাহলে রাজ্যে শান্তি ফিরবে কী করে, সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে।
Tags:
sukanta majumder
Bombing
jagaddal
jagaddal news
jagaddal bombing
bombing in jagaddal
jagaddal update
jagaddal news update
jagaddal latest news
jagaddal latest update
jagaddal bomb recoverd news
sukanta majumder on bombing
bengal bombing
bomabaji
jagaddal bomabaji
marraige
marraige ceremony
bengal bomb news