GTA-র দুর্নীতি নিয়ে সরব রাজ্যপাল, অডিটের দাবি ধনখড়ের
২০১৯ থেকে GTA-তে দুর্নীতির বিষয়ে একাধিক অভিযোগ এসেছে। গোটাতে অডিট হওয়া উচিত। এবার থেকে প্রতি বছর অডিট করতে হবে এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে মামলা করা হবে। দার্জিলিংয়ের ভানু ভবনে সংক্ষিপ্ত ভাষণে জানান রাজ্যপাল জগদীপ ধনখড়।
তিনি বলেন, আপনারা যারা সমাজের বিশিষ্ট জনের প্রতিনিধি এখানে এসেছেন, তাঁদের এবার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা উচিৎ। সিইও শপথ গ্রহণ অনুষ্ঠানে জিটিএ অডিট নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন জনগণের অর্থ নিয়ে অপব্যবহার বেশিদিন চলতে পারে না।
আজ বৃহষ্পতিবারই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। বাগডোগরা থেকে সরাসরি দিল্লি যাবেন তিনি। দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জমা দিতে পারেন জিটিএ গঠন নিয়ে রিপোর্ট। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আলাপ আলোচনা পরও ফের সরব রাজ্যপাল। এবার সরব জিটিএ দীর্ঘকালীন দুর্নীতি।
Tags: